বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এই সরকারের এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে: দেবপ্রিয় ভট্টাচার্য *** জাতীয় স্বার্থ রক্ষায় সব পদক্ষেপ নেবে নয়াদিল্লি *** ইসরায়েলের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চান দেশটির ৩১ বিশিষ্ট নাগরিক *** এক সাপুড়ের প্রাণ নেওয়া সাপকে চিবিয়ে খেলেন আরেক সাপুড়ে *** তিন বাহিনীর প্রধান নিয়োগ রাষ্ট্রপতির হাতে রাখার প্রস্তাব *** ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা, যোগদানের আহ্বান ফেসবুকে *** ১৫ই আগস্টের মধ্যে চাকসুর নির্বাচনের তফসিল ঘোষণা *** ‘প্রিয় বন্ধু’ ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের *** আইন ও বিচার বিভাগে পদায়ন বিধিমালা জারি *** এনসিপির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন ছাত্রদলের

যেভাবে ইলেকট্রিক পণ্যের যত্ন নেবেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৬ অপরাহ্ন, ১২ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

আমাদের জীবনযাত্রার মানকে অনেকেটাই সহজ করে দিয়েছে ইলেকট্রিক পণ্য। ফ্রিজ, এসি বা ওয়াশিংমেশিন, এগুলো ছাড়া এখন প্রায় অনেকটাই অচল আমাদের রোজকার জীবন-যাপন। এই পণ্যগুলো সঠিক রক্ষণাবেক্ষণ প্রয়োজন। তা না হলে হঠাৎ বিকল হতে পারে শখের গ্যাজেটগুলো। তাই দরকার এসব যন্ত্রের সঠিক মেইনটেনেন্স।

যেমন:-

১. ফ্রিজ:- ফ্রিজ সব সময় পরিষ্কার রাখার চেষ্টা করুন। কখনও অতিরিক্ত লোড করবেন না। তাহলে কমপ্রেসরের উপর চাপ পড়বে। তাহলে ধীরে ধীরে ফ্রিজের লাইফটাইম কমতে থাকবে। ফ্রিজের পেছনে কনডেনসার কয়েল থাকে, যা ফ্রিজকে ঠাণ্ডা রাখতে সাহায্য করে। খেয়াল রাখবেন এই জায়গাটি যেন পরিষ্কার ও ঠাণ্ডা থাকে। ফ্রিজের ভেতরের তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের বেশি রাখবেন না। আর ফ্রিজারের জন্য ১৫ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাই আদর্শ। খুব ভারী বোতল দরজার পাশের তাকগুলোতে রাখবেন না। গরম খাবার ফ্রিজে রাখবেন না। ফ্রিজের দরজাও বেশিক্ষণ খুলে না রাখা উত্তম।

আরও পড়ুন : ক্লান্তি তাড়াবে একটি ডিম!

২.ওয়াশিংমেশিন:- ওয়াশিংমেশিনে কখনও চেপে কাপড় দিবেন না। ভারি পর্দা, কার্পেট, রাবারের জিনিস ও লেদার এই মেশিনে দেওয়া যাবে না। পোশাকে পকেটে অনেক সময় চুইংগাম বা ধাতুর পয়সা, সেগুলো দেখে নিন। মাসে অন্তত একবার করে ২ কাপ সাদা ভিনেগার ও উষ্ণ জল দিয়ে পরিষ্কার করতে হবে। কাপড় পরিষ্কার হয়ে গেলে মেশিনের দরজা কিছুক্ষণ খুলে রাখুন, এরফলে অতিরিক্ত আর্দ্রতা ও স্যাঁতসেঁতে ভাব দূর হয়ে যাবে। মাইল্ড ডিটারজেন্ট ব্যবহার করলে ওয়াশিংমেশিন বেশি দিন ভাল থাকে।

৩.এসি:- গরমের সময় খুব প্রয়োজনীয় একটি ডিভাইস এসি। এয়ার ফিল্টার ও কয়েল নিয়মিত পরিষ্কার না রাখলে, নষ্ট হয়ে যেতে পারে যন্ত্রটি। এসির তাপমাত্রা কত রাখতে হবে তা নিয়ে রয়েছে অনেক দ্বিমত। তবে ২২-২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখলেই ভাল। আমরা সব সময় এসি রিমোট দিয়ে বন্ধ করে ঘর থেকে বেরিয়ে যাই। তবে চালু থাকে এসির মে্ সুইচ। ফলে এসির স্থায়িত্ব কমে এবং বিদ্যুৎ বিল বেশি আসে। শুধু ভেতরে নয়, এসির বাইরের অংশটাও নিয়মিত পরিষ্কার করুন। অনেক দিন এসি বন্ধ থাকলে, চালু করার আগে সার্ভিসিং করিয়ে নিন।

এস/ আই. কে. জে/ 


যত্ন ইলেকট্রিক পণ্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন