শুক্রবার, ১লা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** থানা হোক ন্যায়বিচারের প্রথম ঠিকানা: আইজিপি *** জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ ‘অদম্য-২৪’ উদ্বোধন *** বিশ্ব রেকর্ড গড়ার পর সোনাও জিতলেন ‘ম্যাজিক’ মারশাঁ *** নিষিদ্ধ ছাত্রলীগ-আ.লীগ নেতাকর্মীদের ‘গোপন বৈঠক’ ঘিরে গ্রেপ্তার ২২, সেনা হেফাজতে এক মেজর *** জুলাই সনদ আইনের ঊর্ধ্বে: সালাহউদ্দিন আহমদ *** ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল বিএনপি-জামায়াতসহ ২৯ দল *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়ে সিদ্ধান্ত নেবে পর্তুগাল *** রাষ্ট্রপতি নির্বাচন হবে উভয় কক্ষের সদস্যদের গোপন ভোটে *** ১৮৫ বছরের পুরোনো বুনো মহিষের শিং পাহাড়পুর জাদুঘরে হস্তান্তর *** প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৬তম সভা অনুষ্ঠিত

মাতৃ স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার উপযোগিতা বিষয়ক কর্মশালা

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৮ পূর্বাহ্ন, ১১ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

দেশে মাতৃ স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন নারীরা। গর্ভাবস্থায় ও প্রসবোত্তর চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে এ জটিলতা কমিয়ে স্বাস্থ্যসেবা আরো উন্নত করার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সহায়ক হিসেবে ভূমিকা পালন করতে পারে। মাতৃত্বকালীন স্বাস্থ্যসেবায় উদ্ভাবনী প্রযুক্তি উপযোগী হতে পারে। দেশের জাতীয় স্বাস্থ্যসেবায় এ প্রযুক্তি কী কী উপকারে আসতে পারে, কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে, প্রতিবন্ধকতা এড়িয়ে উন্নত স্বাস্থ্যসেবা প্রদানে কী কী করণীয় এ-বিষয়ক এক কান্ট্রি কর্মশালার আয়োজন করে এসপায়ার টু ইনোভেট (এটুআই)। মংগলবার রাজধানীর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সম্মেলন কক্ষে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।

ওই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব  ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটুআইয়ের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর এবং পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী।

এ সময় এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রাম, অ্যাসোসিয়েশন অব প্যাসিফিক রিম ইউনিভার্সিটিজ (এপিআরইউ), গুগল এবং ইউনাইটেড নেশনস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিকের তত্ত্বাবধানে ‘এআই ফর সোশ্যাল গুড’ বিষয়ের ওপর দুটি পলিসি রিসার্চ পেপার উপস্থাপন করে হুয়াই প্যাসিফিক ইউনিভার্সিটি ও সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটির গবেষক দল।

দেশের স্বাস্থ্যসেবায় জাতীয় পর্যায়ে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে এ পলিসি রিসার্চ পেপার কীভাবে সহায়ক ভূমিকা পালন করবে এবং গর্ভাবস্থা পর্যবেক্ষণে ঝুঁকি বিশ্লেষণে এ গবেষণা ফলাফলটি বাস্তবায়নে কী কী ধরনের কারিগরি জটিলতায় পড়তে পারে এবং তা নিরসনে কী কী করণীয় এ সময় তা তুলে ধরা হয়।

আরো পড়ুন: বাংলাদেশে মাতৃমৃত্যু ও বাল্যবিবাহ কমছে : ইউএনএফপিএ

দিনব্যাপী এ আয়োজনে উপস্থিত সরকারি ও বেসরকারি অংশীদারদের মধ্যে গবেষণাপত্রের গবেষণার ফলগুলোকে সামাজিকীকরণ এবং গবেষণার ফলাফল এগিয়ে নিয়ে যাওয়া এবং সরকারি নীতিতে প্রাথমিক অন্তর্ভুক্তিতে মূল পয়েন্টগুলো চিহ্নিত করাসহ প্রেগন্যান্সি মনিটরিংয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ ও নীতিগত পদক্ষেপ গ্রহণই ছিল কর্মশালার উদ্দেশ্য। 

এম এইচ ডি/ আইকেজে 

প্রেগন্যান্সি মনিটরিং কৃত্রিম বুদ্ধিমত্তা স্বাস্থ্যসেবা মাতৃ স্বাস্থ্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন