বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এই সরকারের এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে: দেবপ্রিয় ভট্টাচার্য *** জাতীয় স্বার্থ রক্ষায় সব পদক্ষেপ নেবে নয়াদিল্লি *** ইসরায়েলের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চান দেশটির ৩১ বিশিষ্ট নাগরিক *** এক সাপুড়ের প্রাণ নেওয়া সাপকে চিবিয়ে খেলেন আরেক সাপুড়ে *** তিন বাহিনীর প্রধান নিয়োগ রাষ্ট্রপতির হাতে রাখার প্রস্তাব *** ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা, যোগদানের আহ্বান ফেসবুকে *** ১৫ই আগস্টের মধ্যে চাকসুর নির্বাচনের তফসিল ঘোষণা *** ‘প্রিয় বন্ধু’ ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের *** আইন ও বিচার বিভাগে পদায়ন বিধিমালা জারি *** এনসিপির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন ছাত্রদলের

বিপদ না এলে মানুষ চেনা যায় না: পরীমণি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৭ পূর্বাহ্ন, ১৮ই অক্টোবর ২০২৩

#

ছবি-ফাইল

ঢাকাই সিনেমার অন্যতম আলোচিত চিত্রনায়িকা পরীমনি। নানা কারণে সারা বছরই আলোচনার কেন্দ্রে থাকেন তিনি। বিশেষ করে গত দুই বছরে ব্যক্তিজীবনে ব্যাপক ধকল পার করেছেন পরীমনি। সেসব থেকে শিক্ষাও পেয়েছেন নায়িকা। এবার তার ভাষ্য, ‘বিপদ না আসলে কাছের মানুষকে চিনতে পারা যায় না।'

কয়েক দিন ধরেই অসুস্থ পরীমণি। একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। 

পরীমণি নিজের ফেসবুকে লিখেছেন, ‘সুস্থ থাকার মতো বড় নেয়ামত আর কিছু নাই সত্যিই! তবে মাঝেমধ্যে ছোটখাটো অসুখ বা বিপদ না আসলে জীবনের আসল শুভাকাঙ্ক্ষী বা কাছের মানুষ চিনতে পারবেন না।’

এরপর লিখেছেন, ‘একটা সময় অনেকের মতো আমারও মনে হতো কারোর কাছে আমার কোনো এক্সপেক্টেশন নেই বা সেটা রাখার দরকারও নেই। এক্সপেক্টেশন যত কম জীবন তত সুন্দর।

বিশ্বাস করুন এই কথাটা একটা বেহুদা কথা। আপনার আত্মীয় স্বজনদের আপনি নিশ্চয়ই আপনার খারাপ সময়ে পাশে চাইবেন। অন্তত কেমন আছ— জিজ্ঞেস করুক এতটুকুই অনেক কিছু বোঝায় কখনও কখনও জীবনে।’

তিনি আরও লিখেছেন, ‘আমি মোটেও সেলফিশ ধরনের মানুষ না। তবে গত দুই এক বছর যাবত আমি যে যেমন আমি তেমন লোক হওয়ার চেষ্টা করছি। এই চেষ্টায় এবারের দৌড়টা বেশ লম্বাই হলো বলা যায়।

জীবনে আজাইরা, ফাও এবং সুবিধাবাদীদের যত ঝেরে ফেলা যায় জীবন কেবলমাত্র তখনই সুন্দর।’

আরো পড়ুন: বড় পর্দায় নতুন রুপে মিঠুন-দেবশ্রী জুটি

সবশেষে এ নায়িকা লেখেন, ‘আমি আমার স্টাফদের যত্ন, ভালোবাসা, আন্তরিকতার কাছে ঋণী। এরাই আমার পরিবার। অ্যান্টিবায়োটিকটা ভালোই কাজ করছে মনে হচ্ছে! যাই হোক, মা-ছেলের এই ছবি দুইটা কেমন একটা শান্তি শান্তি দেয় না চোখে?’

বর্তমানে অভিনেত্রী বিরতি ভেঙে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। ‘ডোডোর গল্প’ নামের সরকারি অনুদানের একটি ছবির শুটিং শুরু করেছেন। এতে তার বিপরীতে আছেন সাইমন সাদিক।

ছবিটির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ, পরিচালনা করছেন কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটক। সিনেমাটি ২০২১-২২ অর্থবছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে। এর প্রযোজক নাজমুল হক ভূঁইয়া (খালেদ)।

এছাড়া পরী যুক্ত হয়েছেন ‘রঙ্গিলা কিতাব’ নামের এক ওয়েব সিরিজে। এর নির্মাতা অনম বিশ্বাস। পাশাপাশি রায়হান রাফীর নাম চূড়ান্ত না হওয়া একটি ওয়েব সিনেমায়ও যুক্ত হয়েছেন অভিনেত্রী।

এসি/  আই.কে.জে


পরীমণি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন