বুধবার, ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে ব্রিটেনও *** একাত্তর নিয়ে বক্তব্য, সমালোচনার মুখে আসিফ নজরুলের দুঃখ প্রকাশ *** জুলাই সনদের খসড়ার সঙ্গে ‘মোটামুটি’ একমত বিএনপি *** বিনা অনুমতিতে নূরুল কবীরকে প্রেস কাউন্সিলের সদস্য করা হয়েছে, প্রত্যাহারের অনুরোধ *** জনসংখ্যা বাড়াতে প্রত্যেক শিশুকে বছরে ৬২ হাজার টাকা করে দেবে চীন *** প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম, নূরুল কবীরসহ ১২ জন *** ইসরায়েলি দুই মন্ত্রীকে নেদারল্যান্ডসে ঢুকতে দেবে না দেশটির সরকার *** ডাকসু নির্বাচন ৯ই সেপ্টেম্বর *** আর কাউকে প্রতীকী মূল্যে জমি দেবে না সরকার: অর্থ উপদেষ্টা *** প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৪ হাজার শুন্য পদ পূরণে উদ্যোগ

বাংলাদেশের সরকারি ওয়েবসাইটে নাগরিকদের ব্যক্তিগত তথ্য ‘ফাঁস’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৪ অপরাহ্ন, ৮ই জুলাই ২০২৩

#

প্রতীকী ছবি

বাংলাদেশ সরকারের একটি ওয়েবসাইটে নাগরিকদের পূর্ণ নাম, ফোন নম্বর, ইমেল ঠিকানা এবং জাতীয় পরিচয়পত্র নম্বরসহ ব্যক্তিগত তথ্য ‘ফাঁস’ করা হয়েছে।

বিটক্র্যাক সাইবার সিকিউরিটির গবেষক ভিক্টর মার্কোপোলোস জানিয়েছেন, গত ২৭ জুন তিনি দুর্ঘটনাবশত এই তথ্য ফাঁসের বিষয়টি দেখতে পান। এর পরপরই বাংলাদেশের ই-গভর্নমেন্ট কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিমের (সিইআরটি) সঙ্গে যোগাযোগ করা হয়।

তিনি বলেন, ফাঁস হওয়া তথ্যের মধ্যে লাখ লাখ বাংলাদেশি নাগরিকের তথ্য রয়েছে।

প্রযুক্তি সংস্থাগুলোর ওপর নজর রাখা মার্কিন অনলাইন সংবাদপত্র টেকক্রাঞ্চ বলছে, তারা ফাঁস হওয়া তথ্য সঠিক কি না তা একটি পাবলিক সার্চ টুলের মাধ্যমে যাচাই করেছে। তবে টেকক্রাঞ্চ সরকারি ওয়েবসাইটির নাম জানায়নি। কেননা তথ্যগুলো এখনও অনলাইনে পাওয়া যাচ্ছে।

টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ১৮ বছর বা তার বেশি বয়সের প্রত্যেক নাগরিককে একটি জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়। কার্ডটি বাধ্যতামূলক এবং নাগরিকদের ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, জমি ক্রয় ও বিক্রয়, ব্যাংক অ্যাকাউন্ট খোলা এবং অন্যান্য নানা পরিষেবা পেতে সহায়তা করে।

গবেষক ভিক্টর মার্কোপোলোস বলেন, ফাঁস হওয়া তথ্যগুলো খুব সহজেই খুঁজে বের করা যাচ্ছিল। গুগল সার্চের মাধ্যমে তথ্যগুলো সামনে আসে। তবে এটি খোঁজার কোন ইচ্ছাই আমার ছিল না।

আরো পড়ুন: বিমানবন্দর থেকে তেজগাঁও অংশ উদ্বোধন সেপ্টেম্বরে

এ বিষয়ে বাংলাদেশ সরকারের প্রেস অফিস, ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের দূতাবাস এবং নিউইয়র্ক সিটিতে বাংলাদেশের কনস্যুলেটে মন্তব্যের অনুরোধ করেও সাড়া পাওয়া যায়নি বলে টেকক্রাঞ্চের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এম/


বাংলাদেশ সরকারি ওয়েবসাইট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন