বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেড় বছর পর ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের *** ঢাকা সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী *** আদালত যাদের পলাতক বলবেন তারা নির্বাচন করতে পারবেন না: আসিফ নজরুল *** নির্বাচনে প্রার্থীর দেশি-বিদেশি আয়ের তথ্য প্রকাশ বাধ্যতামূলক *** সাপে কাটা রোগীদের জন্য হাসপাতালে বিশেষায়িত ওয়ার্ড চালু *** জিয়ার সরকারের মন্ত্রীর ছেলে আওয়ামী লীগে, যা বললেন বিশ্লেষক *** সোশ্যাল মিডিয়ায় ঝটিকা মিছিলের ভিডিও, বাস্তবে তেমন কিছু না: ডিএমপি কমিশনার *** সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ইসিকে ৩৬ প্রস্তাব বিএনপির *** ভারতে ধর্মের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর নতুন অস্ত্র এআই: গবেষণা *** মিরপুরেই শেষ ম্যাচ খেলতে চান সাকিব

জিয়ার সরকারের মন্ত্রীর ছেলে আওয়ামী লীগে, যা বললেন বিশ্লেষক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৩৬ অপরাহ্ন, ২৩শে অক্টোবর ২০২৫

#

ফয়জুল করিম। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জিয়াউর রহমান সরকারের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ফজলুর করিমের ছেলে আইনজীবী ফয়জুল করিম আওয়ামী লীগে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বিএনপির ওই জেলার শীর্ষ নেতাদের মধ্যে অন্যতম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও এর নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে অন্তর্বর্তী সরকার। এমন দুঃসময়ে বিএনপি ছেড়ে ফয়জুল করিম আওয়ামী লীগে যোগ দেওয়ার ঘোষণা ‘সাহসের ব্যাপার’ মনে করেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

ফয়জুল করিমের আওয়ামী লীগে যোগ দেওয়া নিয়ে জ্যেষ্ঠ সাংবাদিক ও বিশ্লেষক মোস্তফা ফিরোজ বলেন, কিশোরগঞ্জের সাবেক বিএনপি নেতা ও আইনজীবী বর্তমান সময়ে ঘোষণা দিয়ে আওয়ামী লীগে যোগ দেওয়া বিশাল সাহসের ব্যাপার। নিজের ইউটিউব চ্যানেল ভয়েস বাংলায় দেওয়া এক ভিডিওবার্তায় তিনি এ কথা বলেন। ‘এই সময়ে আওয়ামী লীগে ঘটা করে যোগ দিলেন কিশোরগঞ্জের সাবেক বিএনপি নেতা’ শিরোনামে ভিডিওটি আপলোড করা হয়েছে।

তিনি বলেন, ‘বাপ রে, সাহস বটে। এমন একটা সময়ে বিএনপির এক সাবেক নেতা আওয়ামী লীগে যোগ দেওয়ার ঘোষণা দিলেন প্রকাশ্যে! যখন আওয়ামী লীগ কোথায় লুকাবে, কোন গর্তের কত গভীরে; তা নিয়ে একটা রীতিমতো তোলপাড়, কেউ দেশ ছেড়ে ভেগে যাচ্ছেন, কেউ দেশে থাকলেও অন্যত্র আশ্রয় নিয়ে আছেন, কেউ একেবারে এমনভাবে গা ঢাকা দিয়েছেন যে, এক বছরে তার টিকিটিও খুঁজে পাওয়া যাচ্ছে না। এ রকম সময় ফয়জুল করিম আওয়ামী লীগে যোগ দেওয়ার সাহস দেখিয়েছেন।’

তিনি বলেন, ‘আমি জানি না ভদ্রলোক সুস্থ নাকি অসুস্থ। অথবা বলা যায় যে কোনো কিছু কেয়ার করেন না, অসীম সাহসী একজন মানুষ। এটা খুবই ইন্টারেস্টিং। এটা চিন্তাই করা যায় না। এ রকম খবর আসতে পারে! বিশাল ব্যাপার। এই সময়ের রাজনীতিতে এটা অকল্পনীয় ব্যাপার।’

মোস্তফা ফিরোজ বলেন, ‘ফয়জুল করিম গত ২০শে সেপ্টেম্বর অনুষ্ঠিত কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনের আগের কমিটির সদস্য ছিলেন। তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি কিশোরগঞ্জ সদর আসনের সাবেক এমপি এবং জিয়াউর রহমান সরকারের তৎকালীন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ফজলুর করিমের ছেলে।’

গতকাল বুধবার (২২শে অক্টোবর) বিকেলে ফয়জুল করিম নিজ ফেসবুক আইডিতে এক ভিডিও বার্তায় আওয়ামী লীগে যোগদানের ঘোষণা দেন। ভিডিও বার্তায় তিনি বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশে অবশ্যই আসবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’ ‘অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিন’ নামের ফেসবুক পেজ থেকে তিনি ২ মিনিট ১২ সেকেন্ডের লাইভ ভিডিওতে বক্তব্য দেন।

ফেসবুক লাইভে ফয়জুল করিম বলেন, ‘শেখ হাসিনা যেহেতু বলেছেন, তিনি অবশ্যই দেশে ফিরবেন। আমি রাজনীতি করেছি দেশের জন্য, দলের জন্য নয়। এখন মনে করছি, দেশের নেতৃত্বে শেখ হাসিনার প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের রাজনীতি এখন নতুন এক অধ্যায়ে প্রবেশ করছে। শেখ হাসিনা শুধু আওয়ামী লীগের নন, তিনি এই দেশের স্থিতিশীলতার প্রতীক। দেশ ও জনগণের স্বার্থে এখন ঐক্যের সময়। আমি কিশোরগঞ্জ থেকে ২১শে অক্টোবর অসাংবিধানিক সরকার কর্তৃক জুলাই সনদের তীব্র বিরোধিতা করি।’

ফয়জুল করিম কিশোরগঞ্জ জেলা বিএনপির উপদপ্তর সম্পাদক, পৌর বিএনপির সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কিশোরগঞ্জ শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। চলতি বছরের ২০শে সেপ্টেম্বর অনুষ্ঠিত জেলা বিএনপির সম্মেলনে আগের কমিটি বিলুপ্ত করে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। পূর্ণাঙ্গ কমিটি গঠনের কাজ এখনো চলমান।

দলবদলের কারণ জানতে চাইলে ফয়জুল করিম স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষের দল, ধর্মনিরপেক্ষ দেশপ্রেমিক নেতৃত্ব। ৫ই আগস্টের পর মানুষের যে স্বপ্ন ছিল, চেতনা ছিল, এক বছর পেরিয়ে গেছে। কিন্তু রাষ্ট্র সংস্কারের নামে সম্পদ ভোগ করার চেষ্টা চলছে। স্বাধীনতাবিরোধী শক্তিকে ক্ষমতায় বসানোর চেষ্টা চলছে। তাকে প্রতিহত করার জন্যই আমি আওয়ামী লীগে যোগ দিয়েছি।’

তার অভিমত, ‘শেখ হাসিনাই প্রকৃত দেশপ্রেমিক, বাংলাদেশের মানুষের একমাত্র আশ্রয়স্থল। আমি আওয়ামী লীগে যোগ দিয়ে নিজেকে গর্বিত মনে করছি।’ কীভাবে এবং কার মাধ্যমে আওয়ামী লীগে যোগ দিয়েছেন—এমন প্রশ্নের কোনো জবাব দেননি ফয়জুল করিম।

মোস্তফা ফিরোজ ফয়জুল করিম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250