মঙ্গলবার, ২১শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আন্দোলনরত শিক্ষকরা নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন, আশা প্রধান উপদেষ্টার *** ২৯ বছর পর সালমান শাহের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের *** সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে বিএনপি *** তরুণ-তরুণীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ দেবে সরকার *** শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার, ফিরছেন ক্লাসে *** চীন সফরে যাবেন ডোনাল্ড ট্রাম্প *** তেলাপোকা মারতে গিয়ে পুরো অ্যাপার্টমেন্টেই দিলেন আগুন *** এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়ল ১৫ শতাংশ *** সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টাকে ৬ আন্তর্জাতিক সংগঠনের চিঠি *** জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিয়ো না—এনসিপি নেতাদের গোলাম পরওয়ার

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

ফাইনালের স্বপ্ন ইন্টারের, হাল ছাড়ছে না মিলানও

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২২ অপরাহ্ন, ১১ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

ফাইনালের জন্য ১৩ বছর ধরে অপেক্ষা ইন্টার মিলানের। সেমিফাইনালের প্রথম লেগে নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানকে ২-০ গোলে হারানোর পর ইন্টার কোচ সিমোন ইনজাগির চোখেমুখেও তাই খুশির ঝিলিক, কণ্ঠে আশা। আমাজন প্রাইম ইতালিয়াতে ম্যাচ শেষে ইনজাগি বলেছেন, ‘আমরা জানি, খেলা মাত্র অর্ধেক হয়েছে। তবে ফিরতি লেগে আমাদের সমর্থকদের আমরা সঙ্গে পাব। আমরা এখন জানি, আর একটু এগোতে পারলেই স্বপ্ন সত্যি হবে।’

সান সিরোর এই ম্যাচটা ছিল এসি মিলানের ‘হোম’ ম্যাচ। স্বাভাবিকভাবেই মাঠে বেশি ছিল মিলানের সমর্থকই। একই মাঠে ফিরতি লেগটা যেহেতু ইন্টারের ‘হোম’ ম্যাচ, সমর্থক বেশি থাকবে ইন্টারের। তবে এটাকে খুব বড় সুবিধা ভাবতে রাজি নন ম্যাচে ইন্টারের জয়ের অন্যতম নায়ক এডিন জেকো। ম্যাচ শেষে বিটি স্পোর্টসে জেকো বলেছেন, ‘শুধু কাগজে কলমেই ওটা আমাদের হোম ম্যাচ হবে, আসলে তো এটা ওদেরও মাঠ। আমাদের সমর্থক বেশি থাকবে, কিন্তু ওরাও নিজের মাঠেই খেলবে। তাই আমাদের সতর্ক থাকতে হবে।’

ম্যাচের ৮ মিনিটে গোল করে ইন্টারকে এগিয়ে দেওয়া জেকো তাই এখনো সমান সুযোগ দেখছেন দুই দলের, ‘আজ আমরা দারুণ একটা ফল পেয়েছি, কিন্তু এখনো কিছুই শেষ হয়নি। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে অসাধারণ দলগুলোই খেলতে আসে। সুতরাং আমাদের সতর্ক থাকতে হবে এবং আজকের মতোই মনযোগী হয়ে খেলতে হবে।’ 

চ্যাম্পিয়নস লিগে ইন্টার এর আগে সর্বশেষ সেমিফাইনাল খেলেছিল ২০০৯-১০ মৌসুমে, সেবার চ্যাম্পিয়নও হয়েছিল তারাই। খুব স্বাভাবিকভাবেই সেই ইতিহাস এবারও ইন্টারের জন্য বড় প্রেরণা। তবে সে জন্য আবার অতি আত্মবিশ্বাসী হয়ে নিজেদের কাজটা ভুলে যেতে চান না হেনরিখ মাখিতারিয়ান। ম্যাচে ইন্টারের দ্বিতীয় গোলটা করা এই মিডফিল্ডারের কথা, ‘আমি এখনই ফাইনালের কথা ভাবছি না। আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাচ রয়ে গেছে আমাদের পরের সপ্তাহে। সেটা খেলি, তারপর দেখা যাক আমরা ফাইনালে যেতে পারি কি না।’ 

আরো পড়ুন:টিভিতে দেখুন আজকের খেলা (১১ মে ২০২৩)

ফিরতি লেগ জিতলে, ড্র করলে, এমনকি এক গোলে হারলেও ইন্টারই চলে যাবে ফাইনালে। এমন কঠিন সমীকরণের সামনে পড়েও হাল ছাড়তে রাজি নন এসি মিলান কোচ স্তেফানো পিওলি, ‘আজ ওরা গোল করেছে, আমরা গোল করতে পারিনি। কিন্তু আমাদের সামর্থ্য আছে ফিরতি লেগে ফল বদলে দেওয়ার।’ 

মিলানকে এই ম্যাচে একেবারে অচেনা লেগেছে, এটা শুনে পিওলি বলেছেন, ‘কথাটা বেশি রূঢ় হয়ে গেল। সত্যি হচ্ছে, ইন্টার প্রথমার্ধে ভালো খেলেছে এবং দুটি গোল করেছে। আমরা দ্বিতীয়ার্ধে ভালো খেলেছি, কিন্তু কোনো গোল করতে পারিনি।’ 

এম/

 

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250