শুক্রবার, ১লা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** থানা হোক ন্যায়বিচারের প্রথম ঠিকানা: আইজিপি *** জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ ‘অদম্য-২৪’ উদ্বোধন *** বিশ্ব রেকর্ড গড়ার পর সোনাও জিতলেন ‘ম্যাজিক’ মারশাঁ *** নিষিদ্ধ ছাত্রলীগ-আ.লীগ নেতাকর্মীদের ‘গোপন বৈঠক’ ঘিরে গ্রেপ্তার ২২, সেনা হেফাজতে এক মেজর *** জুলাই সনদ আইনের ঊর্ধ্বে: সালাহউদ্দিন আহমদ *** ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল বিএনপি-জামায়াতসহ ২৯ দল *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়ে সিদ্ধান্ত নেবে পর্তুগাল *** রাষ্ট্রপতি নির্বাচন হবে উভয় কক্ষের সদস্যদের গোপন ভোটে *** ১৮৫ বছরের পুরোনো বুনো মহিষের শিং পাহাড়পুর জাদুঘরে হস্তান্তর *** প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৬তম সভা অনুষ্ঠিত

বরিশাল সিটি নির্বাচন

প্রধানমন্ত্রী আমাকে বরিশালবাসীর সেবার দায়িত্ব দিয়েছেন : খায়ের আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৩৭ পূর্বাহ্ন, ২২শে মে ২০২৩

#

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত- ছবি: সংগৃহীত

সিটি করপোরেশন একটি সেবা প্রতিষ্ঠান। আমি নির্বাচিত হতে পারলে ১২ জুনের পর এটি সবার জন্য উন্মুক্ত থাকবে। সবার মতামতেই চলবে বরিশাল সিটি করপোরেশন। ফিরিয়ে আনা হবে করপোরেশনের সেবার পরিবেশ। সবার সহযোগিতায় আমরা সেই লক্ষ্যে পৌঁছাবই। প্রধানমন্ত্রী আমাকে নগরীর বাসিন্দাদের সেবার দায়িত্ব দিয়েছেন।

গতকাল রবিবার দুপুর ১২টায় বরিশাল নগরীর ১২ নম্বর ওয়ার্ড নির্বাচনি প্রধান কার্যালয় উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে আসন্ন সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, গত ১০ বছরেও বরিশালবাসী কোনো মানবিক সেবা পায়নি। উলটো বঞ্চনার শিকার হয়েছেন। নির্বাচিত হলে এখানের সব সমস্যা মহাপরিকল্পনার মাধ্যমে সমাধান করা হবে। আমরা গড়বো নতুন একটি বরিশাল।

আরো পড়ুন: ভোলার ইলিশা-১ দেশের ২৯তম গ্যাসক্ষেত্র ঘোষণা

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম, ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন ভুলু, মহিলা কাউন্সিলর আয়শা তৌহিদ লুনা ও কামরুন নাহান রোজি, কেন্দ্রীয় যুবলীগ সদস্য অসীম দেওয়ান, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন ও বিএম কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মঈন তুষার। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মেয়র প্রার্থী বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল সংলগ্ন বান্দ রোড ও নতুন বাজার এলাকায় নৌকা মার্কার সমর্থন আদায়ে পথচারী ও ব্যবসায়ীদের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ ও দোয়া কামনা করেন।

এম/


 

প্রধানমন্ত্রী বরিশালব খায়ের আব্দুল্লাহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন