শুক্রবার, ৩০শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দাম্পত্য সম্পর্কে যৌনমিলনের ‘বাধ্যবাধকতা’ বিলুপ্ত করছে ফ্রান্স *** মাহফুজদের খুশি করতে গণভোট কিনা, ‘সন্দেহ’ রেহমান সোবহানের *** ‘একাত্তরের গণহত্যাও কি ধর্মের লেবাস চড়িয়েই চালানো হয়নি?’ *** নির্বাচন সামনে রেখে সংবাদপত্রের স্বাধীনতার সুরক্ষার অঙ্গীকার চায় সিপিজে *** টি-টোয়েন্টি বিশ্বকাপে ৯০ ক্রিকেটার ‘চরম ঝুঁকিপূর্ণ’ *** ‘তারেক রহমান মনোনীত ৩০০ গডফাদারকে না বলুন, বাংলাদেশ মুক্তি পাবে’ *** সরকারি কর্মচারীদের গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’–এর পক্ষে প্রচার দণ্ডনীয়: ইসি *** যুক্তরাষ্ট্র-ইরানের টানাপোড়েনে মধ্যস্থতা করতে চায় তুরস্ক *** ইরানের রেভল্যুশনারি গার্ডকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে তালিকাভুক্ত করছে ইইউ *** হাজিরা পরোয়ানাকে ‘জামিননামা ভেবে’ হত্যা মামলার ৩ আসামিকে ছেড়ে দিল কারা কর্তৃপক্ষ

ইউরোপ

পুতিনের ‘ভুতুড়ে’ ট্র্রেনে কী আছে?

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩০ অপরাহ্ন, ১৩ই জুলাই ২০২৩

#

ট্রেনের একটি কেবিনে দাঁড়িয়ে আছেন পুতিন। ফাইল ছবি: রয়টার্স

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ব্যক্তিগত জীবন, চলাফেরা, প্রভৃতি নিয়ে খুব বেশি কিছু জানা যায় না। বিভিন্ন সময় রুশ সরকারের পক্ষ থেকে যেসব তথ্য ও ছবি প্রকাশ করা হয়, তা থেকে জানা যায়। আর মাঝেমধ্যে বিভিন্ন মাধ্যমে পুতিনের ব্যক্তিজীবন নিয়ে তথ্য ফাঁস হয়। পুতিন সম্পর্কে জানার এসবই উৎস।

বেসরকারি সংস্থা দোজিয়ের সেন্টার সম্প্রতি কিছু ছবি প্রকাশ করেছে। এগুলো একটি ট্রেনের ছবি। শুধু ট্রেন বললে কম বলা হবে, এটি বিশেষ একটি ট্রেন। সব অত্যাধুনিক সুযোগ-সুবিধা রয়েছে এই ট্রেনে। রয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থাও। কারণ, এই ট্রেন ব্যবহার করেন স্বয়ং পুতিন।

এর আগে ক্রেমলিনের পক্ষ থেকে পুতিনের ট্রেনের একটি ছবি প্রকাশ করা হয়েছিল। তাতে বিশাল একটি সভাকক্ষে পুতিনকে বৈঠক করতে দেখা গিয়েছিল। হয়তো সময় বাঁচাতে যাত্রাপথে জরুরি কোনো বৈঠক সেরেছিলেন পুতিন। আর সেই ছবি ক্রেমলিন প্রকাশ করেছিল।

পুতিনের এই বিশেষ ট্রেনে ২১টি বগি রয়েছে। এর একটিতে রয়েছে রাজকীয়ভাবে সাজানো সভাকক্ষ। পুতিনের স্বাস্থ্যসচেতনতার কথা কমবেশি সবার জানা। ফলে ট্রেনে ব্যায়ামাগার থাকবে না, তা কি হয়? আধুনিক ব্যায়ামাগার, স্পা, এমনকি সেলুন রয়েছে এই ট্রেনে। রয়েছে চিকিৎসাকেন্দ্রও।

দোজিয়ের সেন্টার জানিয়েছে, তারা রুশ প্রতিষ্ঠান জিরকন সার্ভিসের কাছ থেকে এসব ছবি ও তথ্য পেয়েছে। এই প্রতিষ্ঠান রাশিয়ার রেলওয়ের সঙ্গে যৌথভাবে কাজ করে। ট্রেনের বগির সৌন্দর্যবর্ধন করা তাদের কাজ।

জিরকন জানিয়েছে, সম্প্রতি এই ট্রেনের বগি ‘স্পোর্টস-হেলথ ওয়াগন’ হিসেবে সাজানো হয়েছে। অর্থাৎ স্বাস্থ্যসচেতন পুতিন যাত্রাপথের সময়টুকু কাজে লাগাতে নিজের ট্রেন মনের মতো করে সাজিয়ে নিয়েছেন। প্রতিষ্ঠানটি ওই ট্রেনে যুক্ত করেছে বিলাসবহুল স্পা।

২০১৮ সালে ট্রেনের ওই বগি (স্পোর্টস-হেলথ ওয়াগন) তৈরি করা হয়। ছবিগুলো ওই সময় তোলা। বগিটিতে ইতালীয় প্রযুক্তির ব্যায়ামের যন্ত্রপাতি রয়েছে। পরে তা বদলে ফেলে যুক্তরাষ্ট্রের একটি কোম্পানির তৈরি আরও আধুনিক যন্ত্রপাতি যুক্ত করা হয়েছে।

ছবি ও নথি ঘেঁটে দেখা যায়, ওই ট্রেনে আধুনিক একটি সেলুন রয়েছে পুতিনের জন্য। তাতে রয়েছে অত্যাধুনিক ম্যাসাজ টেবিল, স্পা করার সুবিধা ও উন্নত মানের রূপচর্চার উপকরণ। ত্বক টান টান রাখার জন্য একটি রেডিও-ফ্রিকোয়েন্সি মেশিন যুক্ত করা হয়েছে ট্রেনের বগিতে। পুতিনের জন্য ওই ট্রেনের বাথরুমে বসানো হয়েছে টার্কিশ বাষ্পীয় গোসলের (স্টিম বাথ) সুব্যবস্থা।

দোজিয়ের সেন্টারের এসব তথ্য অস্বীকার করেছে ক্রেমলিন। বলা হয়েছে, প্রেসিডেন্ট পুতিনের ব্যবহারের জন্য কিংবা তাঁর মালিকানায় এমন কোনো বগি নেই। এ বিষয়ে তথ্য যাচাইয়ের জন্য জিরকন সার্ভিস ও রুশ রেলওয়ের সঙ্গে যোগাযোগ করেছিল সিএনএন। তবে সাড়া পাওয়া যায়নি।

আরো পড়ুন: পুতিনের বিরুদ্ধে পরোয়ানা থাকা সত্ত্বেও ব্রিকস শীর্ষ সম্মেলন হবে: দক্ষিণ আফ্রিকা

তবে বিশ্লেষকেরা বলছেন, সাম্প্রতিক সময়ে ট্রেনে ভ্রমণ করতে বেশি পছন্দ করছেন পুতিন। এর কারণ তিনি হয়তো নিজের অবস্থান না জানিয়ে ভ্রমণ করতে চাইছেন। এ জন্য উড়োজাহাজের পরিবর্তে ট্রেন বেছে নিচ্ছেন। কেননা, আকাশপথে ভ্রমণে ঝুঁকি বেশি। উড়োজাহাজ সহজেই রাডারে শনাক্ত করা সম্ভব। এসব সমস্যা এড়াতে ট্রেনই ভরসা। আর সে জন্য আস্ত একটি ট্রেন মনের মতো করে সাজিয়ে নিয়েছেন তিনি।

সূত্র: সিএনএন

এম এইচ ডি/

ভ্লাদিমির পুতিন পরিবহন রাশিয়ার প্রেসিডেন্ট ভুতুড়ে ট্র্রেন স্পোর্টস-হেলথ ওয়াগন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250