শুক্রবার, ৩০শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘একাত্তরের গণহত্যাও কি ধর্মের লেবাস চড়িয়েই চালানো হয়নি?’ *** নির্বাচন সামনে রেখে সংবাদপত্রের স্বাধীনতার সুরক্ষার অঙ্গীকার চায় সিপিজে *** টি-টোয়েন্টি বিশ্বকাপে ৯০ ক্রিকেটার ‘চরম ঝুঁকিপূর্ণ’ *** ‘তারেক রহমান মনোনীত ৩০০ গডফাদারকে না বলুন, বাংলাদেশ মুক্তি পাবে’ *** সরকারি কর্মচারীদের গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’–এর পক্ষে প্রচার দণ্ডনীয়: ইসি *** যুক্তরাষ্ট্র-ইরানের টানাপোড়েনে মধ্যস্থতা করতে চায় তুরস্ক *** ইরানের রেভল্যুশনারি গার্ডকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে তালিকাভুক্ত করছে ইইউ *** হাজিরা পরোয়ানাকে ‘জামিননামা ভেবে’ হত্যা মামলার ৩ আসামিকে ছেড়ে দিল কারা কর্তৃপক্ষ *** আওয়ামী ভোটব্যাংক: জয়-পরাজয়ের অদৃশ্য সমীকরণ *** ‘সজীব ওয়াজেদ জয়ের যুক্তি অযৌক্তিক নয়’

পাকিস্তানকে সন্ত্রাসী হামলা বন্ধের আহবান বাইডেন-মোদীর

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৪ অপরাহ্ন, ২৪শে জুন ২০২৩

#

পাকিস্তানকে সন্ত্রাসী হামলা না চালানোর জন্য আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

এ ব্যাপারে হোয়াইট হাউসের বিবৃতিতে পাকিস্তানের আন্ত:সীমান্ত সন্ত্রাসবাদের তীব্র নিন্দা জানিয়ে এ ব্যাপারে পাকিস্তান সরকারকে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। 

বেশ কয়েক বছর ধরেই চাপের মুখে রয়েছে ভারত-পাকিস্তানের সম্পর্ক। ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান বিভক্তির পর থেকে তিনটি যুদ্ধ হয়ে গেছে দুইটি দেশের মধ্যে, এর মধ্যে দুইটি যুদ্ধই কাশ্মীরের মুসলিম সংখ্যাগরিষ্ঠ হিমালয় অঞ্চল নিয়ে।

১৯৮০ সালের পর থেকেই পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসীদের সহযোগিতা করার ব্যাপারে অভিযোগ করে যাচ্ছে ভারত। তবে পাকিস্তান বরাবরের মতোই এ অভিযোগ অস্বীকার করে জানিয়েছে যে এদেশ কাশ্মীরিদের ভালোর জন্য শুধুমাত্র কূটনৈতিক ও নৈতিক সমর্থন প্রদান করছে।

মার্কিন রাষ্ট্রপতি বাইডেন এবং ভারতের প্রধানমন্ত্রী মোদী আল-কায়েদা, আইএসআইএস বা দায়েশ, লস্কর ই-তৈয়বা (এলইটি), জইশ-ই-মোহাম্মদ (জেএম) এবং হিজবুল-উল-মুজাহিদিনসহ জাতিসংঘের তালিকাভুক্ত সমস্ত সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সমন্বিত পদক্ষেপের আহ্বান পুনর্ব্যক্ত করেন।

লস্কর-ই-তৈয়বা জঙ্গীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা, হাফিজ সাইদ, ২০০৮ সালের মুম্বাই হামলার মূলে রয়েছে। এ হামলায় মাত্র তিনদিনে ১৬০ জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়।

বাইডেন এবং মোদী ২৬/১১ মুম্বাই এবং পাঠানকোট হামলার অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানান। ২০১৬ সালে ভারতের পাঠানকোট বিমান ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় সাতজন ভারতীয় নিরাপত্তা কর্মী নিহত হন।

আই. কে. জে/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250