শুক্রবার, ২৪শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনে নিজস্ব সিদ্ধান্তেই সশস্ত্র বাহিনী মোতায়েন করতে পারবে ইসি *** নাম বদলে গণতান্ত্রিক ছাত্রসংসদ হয়ে গেল ‘জাতীয় ছাত্রশক্তি’ *** দেড় বছর পর ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের *** ঢাকা সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী *** আদালত যাদের পলাতক বলবেন তারা নির্বাচন করতে পারবেন না: আসিফ নজরুল *** নির্বাচনে প্রার্থীর দেশি-বিদেশি আয়ের তথ্য প্রকাশ বাধ্যতামূলক *** সাপে কাটা রোগীদের জন্য হাসপাতালে বিশেষায়িত ওয়ার্ড চালু *** জিয়ার সরকারের মন্ত্রীর ছেলে আওয়ামী লীগে, যা বললেন বিশ্লেষক *** সোশ্যাল মিডিয়ায় ঝটিকা মিছিলের ভিডিও, বাস্তবে তেমন কিছু না: ডিএমপি কমিশনার *** সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ইসিকে ৩৬ প্রস্তাব বিএনপির

নির্বাচনের দিন ভোটারদের মধ্যে অর্থ বিতরণ এরদোয়ানের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৫ অপরাহ্ন, ২৯শে মে ২০২৩

#

অর্থ বিতরণ করছেন এরদোয়ান। ছবি: সংগৃহীত

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় ধাপ তথা রানঅফের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে গত রোববার (২৮ মে)। সেদিন তুরস্কের নবনির্বাচিত প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও তার স্ত্রী ইস্তাম্বুলের উস্কুদারের সাফেত সেলেবি হাইস্কুল কেন্দ্রে ভোট দেন। এরপর সেখানে উপস্থিত ভোটারদের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এরদোয়ানের এ অর্থ বিতরণ সংক্রান্ত ভিডিও প্রকাশ করেছে।

ভোটে জিতে টানা তৃতীয়বারের মতো তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (এ কে পার্টি) নেতা এরদোয়ান। দেশটির নির্বাচন কমিশনের দেয়া তথ্য মতে, রোববার অনুষ্ঠিত নির্বাচনে ৯৯ দশমিক ৪৩ শতাংশ ব্যালট গণনা সম্পন্ন হয়েছে। এতে এরদোয়ান ৫২ দশমিক ১৬ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগলু পেয়েছেন ৪৭ দশমিক ৮৬ শতাংশ ভোট। এই দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ২০ লাখেরও বেশি।

এদিকে, রোববার আঙ্কারায় একটি কেন্দ্রে ভোট দেওয়ার পর বাইরে অপেক্ষায় থাকা শত শত কর্মী-সমর্থকের সঙ্গে সাক্ষাৎ করেন প্রেসিডেন্ট এরদোয়ান। এ সময় তাদের মাঝে নগদ অর্থও বিতরণ করেন তিনি। ভোটের দিন জনগণের মাঝে নগদ অর্থ বিতরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সৌদি আরবের ইংরেজি দৈনিক আল-আরাবিয়ার টুইটার পেইজে ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ভোট কেন্দ্রের বাইরে জড়ো হওয়া সমর্থকদের হাতে অর্থ তুলে দিচ্ছেন। সেখানকার কেন্দ্রে ভোট দেওয়ার পরপরই এরদোয়ান বাইরে সমর্থকদের অনেককে অন্তত ২০০ তুর্কিশ লিরা (প্রায় ১০ মার্কিন ডলার) করে দেন।

আরো পড়ুন: বিশ্বনেতাদের অভিনন্দনে ভাসছেন এরদোয়ান

ভিডিওতে বলা হয়েছে, জনগণের মাঝে অর্থ বিতরণে এরদোয়ানের এক ধরনের ঐতিহ্য রয়েছে। তিনি প্রায়ই বিশেষ কোনও উৎসবের আগে এভাবে অর্থ বিতরণ করেন। প্রত্যেক বছর পবিত্র ঈদের সময়ও তিনি মুসলিমদের মাঝে অর্থ বিতরণ করেন।

এম এইচ ডি/

নির্বাচন ভোটার অর্থ বিতরণ এরদোয়ান তুরস্কের প্রেসিডেন্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250