শুক্রবার, ১লা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** থানা হোক ন্যায়বিচারের প্রথম ঠিকানা: আইজিপি *** জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ ‘অদম্য-২৪’ উদ্বোধন *** বিশ্ব রেকর্ড গড়ার পর সোনাও জিতলেন ‘ম্যাজিক’ মারশাঁ *** নিষিদ্ধ ছাত্রলীগ-আ.লীগ নেতাকর্মীদের ‘গোপন বৈঠক’ ঘিরে গ্রেপ্তার ২২, সেনা হেফাজতে এক মেজর *** জুলাই সনদ আইনের ঊর্ধ্বে: সালাহউদ্দিন আহমদ *** ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল বিএনপি-জামায়াতসহ ২৯ দল *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়ে সিদ্ধান্ত নেবে পর্তুগাল *** রাষ্ট্রপতি নির্বাচন হবে উভয় কক্ষের সদস্যদের গোপন ভোটে *** ১৮৫ বছরের পুরোনো বুনো মহিষের শিং পাহাড়পুর জাদুঘরে হস্তান্তর *** প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৬তম সভা অনুষ্ঠিত

নারী ক্রিকেট দলের সঙ্গে খেললেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০১ অপরাহ্ন, ১৫ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশে সম্পর্ক পুরোনো। তবে সেই সম্পর্কের পরিধি বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। রোববার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এই উপলক্ষেই আগমন ঘটে অস্ট্রেলিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী টিম ওয়াটসের। তাকে স্বাগত জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
এরপর বিসিবি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক সেরে তিনি বাংলাদেশের জার্সি পরে নেমে পড়েন মাঠে। মেয়েদের সঙ্গে ক্রিকেটও খেলেছেন তিনি। বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার জাহানারা আলমের পেস বোলিংয়ের বিপক্ষে ব্যাটিং করেছেন তিনি। নিজেও ছিলেন বোলারের ভূমিকায়। হোম অব ক্রিকেট ঘুরে ঘুরে দেখার পাশাপাশি এখানকার সুযোগ-সুবিধা পরখ করেছেন তিনি।

জানা গেছে, বিসিবি সভাপতির সাথে বৈঠকটি সৌজন্যমূলক হলেও মূলত অস্ট্রেলিয়ার সাথে একটি অভ্যন্তরীণ চুক্তিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যার মাধ্যমে ক্রিকেটার, কিউরেটর, কোচ -এমনকি কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে দুই দেশের মধ্যে কাজ করা হবে। বৈঠক শেষে গণমাধ্যমকে এমনটাই জানান বিসিবির প্রধান নির্বাহী (সিইও) নিজামউদ্দিন চৌধুরী সুজন।

তিনি বলেন, 'অস্ট্রেলিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করছেন। এরও বেশ কিছুদিন আগে আমাদের অস্ট্রেলিয়ার হাই কমিশনের সঙ্গে একটা বৈঠক হয়েছিল। তখন আমাদের জানানো হয়েছিল মন্ত্রী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যাপারে আগ্রহী এবং আমাদের সুযোগ-সুবিধাগুলো উনি দেখতে চাচ্ছেন।'

আরো পড়ুন: ধোনি দিলেন শেষের ইঙ্গিত, দৌড়ে গিয়ে গাভাস্কার নিলেন অটোগ্রাফ

টিম ওয়াটসের বাংলাদেশ সফরে আসার আরো একটি কারণ রয়েছে। আর তা হলো পূর্বাচলে নির্মাণাধীন শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এই প্রসঙ্গে সুজন বলেন, 'নতুন যে স্টেডিয়াম করতে চাচ্ছি (শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম) এটার সম্পর্কে উনাদের আগ্রহ আছে। যেহেতু আপনারা জানেন এই স্টেডিয়ামের কনসালটেন্ট হিসেবে অস্ট্রেলিয়ার একটা কোম্পানি আমরা নিয়োগ দিয়েছি। তারা বিস্তারিত ড্রয়িং, ডিজাইন নিয়ে কাজ করছে। এ বিষয়গুলোতে আগ্রহের জন্যই এই ভিজিটে আসা। একইসঙ্গে আমাদের বর্তমান সুযোগ-সুবিধাগুলো দেখেছেন ও নারী দলের সঙ্গে দেখা করেছেন।'

এম/

 

অস্ট্রেলিয়া পররাষ্ট্রমন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন