মঙ্গলবার, ২৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একাত্তর নিয়ে বক্তব্য, সমালোচনার মুখে আসিফ নজরুলের দুঃখ প্রকাশ *** জুলাই সনদের খসড়ার সঙ্গে ‘মোটামুটি’ একমত বিএনপি *** বিনা অনুমতিতে নূরুল কবীরকে প্রেস কাউন্সিলের সদস্য করা হয়েছে, প্রত্যাহারের অনুরোধ *** জনসংখ্যা বাড়াতে প্রত্যেক শিশুকে বছরে ৬২ হাজার টাকা করে দেবে চীন *** প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম, নূরুল কবীরসহ ১২ জন *** ইসরায়েলি দুই মন্ত্রীকে নেদারল্যান্ডসে ঢুকতে দেবে না দেশটির সরকার *** ডাকসু নির্বাচন ৯ই সেপ্টেম্বর *** আর কাউকে প্রতীকী মূল্যে জমি দেবে না সরকার: অর্থ উপদেষ্টা *** প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৪ হাজার শুন্য পদ পূরণে উদ্যোগ *** প্রাথমিক পর্যায়ে ঐকমত্যের খসড়া আজকালের মধ্যে পাবে রাজনৈতিক দলগুলো: আলী রীয়াজ

তাইওয়ানে ফের প্রবেশের অপচেষ্টা চালিয়েছে চীন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৩ অপরাহ্ন, ৯ই মে ২০২৩

#

ছবি: রয়টার্স

তাইওয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত শুক্রবার সাতটি পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) বিমান, একটি অ্যান্টি-সাবমেরিন হেলিকপ্টার (কেএ-২৮) তাইওয়ানের দক্ষিণ-পশ্চিম এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন (এডিআইজেড) এ প্রবেশ করেছে। জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় (এমএনডি) শুক্রবার (৫ মে) সকাল ৬টা থেকে শনিবার (৬ মে) সকাল ৬টার মধ্যে তাইওয়ানের আশেপাশে তাদের দেখতে পায়।

প্রতি উত্তরে, তাইওয়ান বিমান এবং নৌ জাহাজ পাঠায় এবং পিএলএ বিমান এবং জাহাজগুলোকে পর্যবেক্ষণ করতে স্থল-ভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে।

এই মাসে এখন পর্যন্ত, চীন তাইওয়ানের আশেপাশে ৭৪ টি সামরিক বিমান এবং ২৭টি নৌযান পাঠিয়েছে। ২০২০ সালের সেপ্টেম্বর থেকেই চীন এমন কার্যক্রমের মাধ্যমে ধূসর অঞ্চলের কৌশল অবলম্বন করছে।

আরো পড়ুন: প্রথমবারের মতো মহাকাশে যাচ্ছেন সৌদি নারী

তাইওয়ানের রাষ্ট্রপতি সম্প্রতি মার্কিন হাউস স্পিকার কেভিন ম্যাকার্থির সাথে সাক্ষাৎ করেন। তারই প্রতিক্রিয়া হিসেবে চীন তাইওয়ানকে ভয় দেখাতে এমন কার্যক্রম পরিচালনা করছে।

প্রথমে চীন সমুদ্রপথে হামলা চালায়। এমন হামলা এবং নজরদারি চীনের নিত্যদিনের কার্যক্রম হলেও দিনদিন চীন আরো হিংস্র হয়ে উঠছে। আরো অনেক নিষ্ঠুর পদক্ষেপ নেওয়া বাকি রয়েছে চীনের।

চীন তাইওয়ানের বাইরের দিকের দ্বীপগুলোকে দখল করে নিজেদের আয়ত্ত্বে আনার চেষ্টা করছে। তাছাড়া মিসাইল বোমা বা বিমান অবরোধের মাধ্যমে তাইওয়ানের কর্তৃপক্ষকে নিজেদের নিয়ন্ত্রণে আনার চেষ্টাও চালাতে পারে চীন।

এম এইচ ডি/ আই. কে. জে/

তাইওয়ান চীন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন