বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আড়াই লাখ মানুষ ঘর ছাড়া হওয়ার পর যুদ্ধবিরতিতে রাজি থাইল্যান্ড-কম্বোডিয়া

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০১ অপরাহ্ন, ২৯শে জুলাই ২০২৫

#

পুত্রজায়ায় বৈঠকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী (মাঝে) ও থাইল্যান্ড ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রীরা। ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের উত্তেজনা ও কয়েক দিনের প্রাণঘাতী সংঘর্ষের পর থাইল্যান্ড ও কম্বোডিয়া অবশেষে সীমান্তে ‘তাৎক্ষণিক ও নিঃশর্ত’ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বিষয়টি জানিয়েছেন। তিনিই এই আলোচনার মধ্যস্থতাকারী। খবর আল-জাজিরার।

গতকাল সোমবার (২৮শে জুলাই) মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় আনোয়ার ইব্রাহিমের সরকারি বাসভবনে বৈঠকে বসেন থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত। আলোচনার পর তিন নেতাই যৌথ সংবাদ সম্মেলনে যুদ্ধবিরতির ঘোষণা দেন।

আনোয়ার ইব্রাহিম বলেন, ‘আমরা খুব ইতিবাচক অগ্রগতি দেখেছি, যা কম্বোডিয়া ও থাইল্যান্ড দুই দেশের জন্যই কল্যাণকর হবে।’ তিনি জানান, দুই দেশই ২৮শে জুলাই, অর্থাৎ সোমবার মধ্যরাত থেকে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তিনি আরও বলেন, ‘এটি শান্তি ও নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ প্রথম ধাপ।’

আনোয়ার ইব্রাহিম জানান, এ সংকট সমাধানে তার দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার পাশাপাশি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রেখেছে। আলোচনা চলাকালে মালয়েশিয়ায় উপস্থিত ছিলেন আমেরিকা ও চীনের রাষ্ট্রদূতরাও।

জে.এস/

থাইল্যান্ড-কম্বোডিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250