ধারণা করা হয় কিম ইয়ো জং উত্তর কোরিয়ার দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি। ছবি: সিএনএন
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ-কে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, দক্ষিণ কোরিয়া এখনো শত্রু এবং কোনো প্রস্তাব এলেও দক্ষিণের সঙ্গে আলোচনায় কোনো আগ্রহ নেই পিয়ংইয়ংয়ের।
সিএনএন জানিয়েছে, কিম ইয়ো জংয়ের বক্তব্যটি দক্ষিণ কোরিয়ায় গত জুনে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর উত্তর কোরিয়ার প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া।
সাবেক প্রেসিডেন্ট ইউন সক ইয়োলের সামরিক শাসনের ঘোষণা এবং তা নিয়ে তৈরি রাজনৈতিক সংকটের পর লি জে মিউং দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। লি প্রশাসনের পক্ষ উত্তর কোরিয়ার সঙ্গে উত্তেজনা প্রশমনের জন্য কিছু উদ্যোগ নেওয়া হলেও কিম ইয়ো জং জানান, এসব পদক্ষেপ আমেরিকার সঙ্গে দক্ষিণ কোরিয়ার সামরিক জোটের কারণে ক্ষতিগ্রস্ত সম্পর্ক পুনর্গঠনে কোনো ভূমিকা রাখতে পারবে না।
তিনি বলেন, ‘শত্রু সম্পর্কে উপলব্ধিতে আমাদের রাষ্ট্রের কোনো পরিবর্তন আসেনি। তারা ইতিহাসের ঘড়িকে পেছনে ঘোরাতে পারবে না।’
তিনি আরও বলেন—লি প্রশাসন ইউন সরকারের মতোই আমেরিকার ওপর অন্ধ আস্থা রাখছে। ফলে দুই কোরিয়ার সম্পর্ক উন্নয়নের কোনো সম্ভাবনা নেই।
উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার পূর্ববর্তী ইউন সক ইয়োলের সরকার উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিল এবং আমেরিকা ও জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়াও চালিয়েছিল। এর অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ার বন্দরে পারমাণবিক সাবমেরিন এবং বিমানবাহী রণতরীও প্রবেশ করেছিল।
জে.এস/
খবরটি শেয়ার করুন