রবিবার, ৩রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রবাসীদের জন্য একটি হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া চলমান: আসিফ নজরুল *** ৫ই আগস্ট সামনে রেখে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী *** কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে উড়োজাহাজের সঙ্গে কুকুরের ধাক্কা... *** ইসরায়েলি কূটনীতিকদের আরব আমিরাত ছাড়ার নির্দেশ *** অন্তর্বর্তী সরকারের ওপর শেখ হাসিনা সরকারের ‘ছায়া’ দেখছেন আনু মুহাম্মদ *** পাকিস্তানের সামরিক বহরে অ্যাটাক হেলিকপ্টার, ঘুরে দেখলেন আসিম মুনির *** শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে অধ্যাপক ইউনূস একটি কথাও বলেননি: মেজর (অব.) হাফিজ *** বরিশালের কোচ হলেন মোহাম্মদ আশরাফুল *** যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান *** আমেরিকার তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ

ছেলের নাম বদলে ফেললেন পরীমণি!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৭ অপরাহ্ন, ৮ই আগস্ট ২০২৩

#

ছবিঃ সংগৃহীত

ভালোবেসে বিয়ে করেছিলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও চিত্রনায়ক শরিফুল রাজ। তাদের সেই ভালোবাসার ঘর আলো করে আসে পুত্রসন্তান। বাবার নামের সঙ্গে মিল রেখে নবজাতকের নাম রাখেন শাহীম মুহাম্মদ রাজ্য। এবার কিনা বদলে দিলেন সেই নাম!

চলতি মাসের ১০ তারিখে এক বছর পূর্ণ করবে রাজ-পরীর ছেলে রাজ্য। এমনিতে প্রতি মাসের ১০ তারিখে ছেলে জন্মদিনের আয়োজন করে থাকেন পরী। এবার বর্ষপূর্তি, তাই আয়োজনটাও বড়সড় করছেন অভিনেত্রী। ঢাকার এক বিলাসবহুল হোটেলে হবে ছেলের এক বছরের জন্মদিন। প্রস্তুতিও চলছে। তবে গত কয়েক মাসে পরীমণি ও তার স্বামী রাজের সম্পর্কে আমূল পরিবর্তন এসেছে। এই মুহূর্তে আলাদা থাকছেন তারা। দু’দিন বাদে ছেলের জন্মদিনেও রাজের উপস্থিতি চান না অভিনেত্রী। এর মাঝেই ফের এক কাণ্ড ঘটালেন পরী!   

এত দিন সকলে পরীমণির ছেলেকে চিনত 'রাজ্য' নামে। ছেলের জন্মের পরই অভিনেত্রী জানিয়েছিলেন, স্বামীর রাজের নামের সঙ্গে মিল রেখেই রাজ্য নাম রেখেছেন। এবার কিনা বদলে দিলেন সেই নাম! 

বেশ কয়েক দিন ধরেই ছেলে রাজ্যকে 'পদ্ম' নামে অথবা পদ্মফুল নামেই ডাকছেন নায়িকা। সম্প্রতি প্রযোজক আব্দুল আজিজ নায়িকার ছেলে রাজ্যের সঙ্গে একটি ছবি ভাগ করে নেন। লেখেন ‘‘আমার কোলের পদ্মফুলের সব মনোযোগ পোষ্যের দিকে। বলতে পারবেন আমার কোলের পদ্মফুলের নাম কী? এত কিউট বেবি আমি জীবনে কমই দেখেছি।’’

আজিজের পোস্টে পাল্টা মন্তব্য করে পরীমনি লিখেছেন, ‘শাহীম মুহাম্মদ পদ্ম’। তা হলে স্বামীর নামের সঙ্গে মিল রেখে যে নাম রেখেছিলেন ছেলের, তা বদলে ফেলে কি এই নতুন নাম দিলেন নায়িকা? ধোঁয়াশা রয়েই গিয়েছে। নেটপাড়ার একটা অংশের ধারণা, ছেলের নাম থেকে রাজের স্মৃতিচিহ্ন মুছে দিতে নতুন নাম রেখেছেন পরী। যদিও নায়িকা এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা এখনও করেননি।

এসকে/ আই.কে.জে/

রাজ পরিমনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন