বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভারতে ধর্মের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর নতুন অস্ত্র এআই: গবেষণা *** মিরপুরেই শেষ ম্যাচ খেলতে চান সাকিব *** শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় কবে, জানা যাবে ১৩ই নভেম্বর *** হত্যা মামলায় অভিনেতা ইরেশ যাকেরসহ দুজনকে অব্যাহতির সুপারিশ *** জিয়াউর রহমান সরকারের মন্ত্রীর ছেলে যোগ দিলেন আওয়ামী লীগে *** শনিবারের ক্লাস নিয়ে বিভ্রান্তি, স্পষ্ট করলেন শিক্ষক নেতা আজিজী *** বাজারে সবজির সরবরাহ বাড়ছে, দামের উত্তাপ কমছে *** ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার আহ্বান জানালেন বিশ্বখ্যাত ইহুদিরা *** আরব সাগরে প্রায় ১০০ কোটি ডলারের মাদক উদ্ধার পাকিস্তান নৌবাহিনীর *** সরকারে থাকা ‘দলীয় উপদেষ্টা’ আসলে কারা

ইবির ফলিত পুষ্টি ও খাদ্যপ্রযুক্তি বিভাগের রজতজয়ন্তী উদযাপন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৮ অপরাহ্ন, ১৫ই অক্টোবর ২০২৩

#

ছবি-সুখবর

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের রজতজয়ন্তী ও অ্যালামনাই পুনর্মিলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বিভাগের ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষ থেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রায় সাতশ শিক্ষার্থী এতে অংশ নেন।

এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি ভবনের সামনে থেকে আনন্দ র‍্যালি বের করেন তারা। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়। 

বিভাগের সভাপতি প্রফেসর ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. রেজওয়ানুল ইসলাম।

সভায় স্বাগত বক্তব্য দেন রজতজয়ন্তী ও অ্যালামনাই পুনর্মিলন-২০২৩ এ আহ্বায়ক ও বিভাগের প্রফেসর ড. বাবলী সাবিনা আজহার। 

আরো পড়ুন: বিশ্ব স্তন ক্যান্সার দিবস উপলক্ষে ইবিতে গোলাপি সড়ক শোভাযাত্রা

বিভাগের প্রফেসর ড. শফিকুল ইসলাম ও ড. শাম্মী আকতারের সঞ্চালনায় প্রক্টর প্রফেসর ড. শাহাদৎ হোসেন, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. তপন কুমার জোদ্দার, পরিবহন প্রশাসক প্রফেসর ড. আনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, আমরা কারো উপর নির্ভরশীল হতে চাই না। আমরা নিজ দেশের আঙ্গিনায় নিজেদের চাহিদা পূরণের জন্য উৎপাদন করব। শিক্ষার্থীদের নিজেদের খাদ্য এবং পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য প্রতি মাসে ক্যাম্পেইন করা দরকার।

তিনি আরো বলেন, পাঁচ বছর ধরে আমরা আপনাদের অনেক কিছু দিয়েছি। আজ আপনারা আমাদের কিছু দেওয়ার প্রতিজ্ঞা করেন। আপনার বিভাগে অনেক শিক্ষার্থী আছেন যারা টাকার অভাবে ঝরে পড়ে। টাকার অভাবে যেনো একজন শিক্ষার্থীও ঝরে না পড়ে এই বিষয়টি নিয়ে কাজ করেন৷ এমন দশজন শিক্ষার্থীকে সাহায্য করার চেষ্টা করুন যাতে কোনোভাবেই তাদের লেখাপড়া বন্ধ হয়ে না যায়।

এসি/আবির/  আই.কে.জে



রজতজয়ন্তী উদযাপন ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250