মঙ্গলবার, ২১শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আন্দোলনরত শিক্ষকরা নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন, আশা প্রধান উপদেষ্টার *** ২৯ বছর পর সালমান শাহের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের *** সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে বিএনপি *** তরুণ-তরুণীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ দেবে সরকার *** শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার, ফিরছেন ক্লাসে *** চীন সফরে যাবেন ডোনাল্ড ট্রাম্প *** তেলাপোকা মারতে গিয়ে পুরো অ্যাপার্টমেন্টেই দিলেন আগুন *** এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়ল ১৫ শতাংশ *** সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টাকে ৬ আন্তর্জাতিক সংগঠনের চিঠি *** জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিয়ো না—এনসিপি নেতাদের গোলাম পরওয়ার

ফেডারেশন কাপ ফুটবল

আবাহনী-মোহামেডান স্বপ্নের ফাইনাল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪২ অপরাহ্ন, ১৭ই মে ২০২৩

#

ফেডারেশন কাপের ফাইনালে উঠেছে আবাহনী - ছবি: আবাহনী লিমিটেড ফেসবুক

সম্ভাবনাটা তৈরি হয়েছিল প্রথম সেমি-ফাইনালে মোহামেডানের জয়ের দিনই। কারণ অপর সেমিতে শেখ রাসেল ক্রীড়া চক্রের প্রতিদ্বন্দ্বী ছিল আবাহনী লিমিটেড। স্বপ্নের এ ফাইনালকে পূর্ণ করতে এদিন শেখ রাসেলকে গুঁড়িয়ে দিয়েছে আবাহনী। তাতে ১২ বছর পর কোনো টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হচ্ছে দলদুটি।

মঙ্গলবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে ফেডারেশন কাপের দ্বিতীয় সেমি-ফাইনালে শেখ রাসেল ক্রীড়া চক্রকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে আবাহনী লিমিটেড। গত সপ্তাহে প্রথম সেমিফাইনালে ফেভারিট বসুন্ধরা কিংসকে ২-১ গোলে হারিয়েছিল মোহামেডান।

এর আগে এই দুই দল শেষবার ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ২০০৯ সালে। অর্থাৎ ১৪ বছর আগে। সেবার শেষ হাসি হেসেছিল মোহামেডান। তবে কোনো টুর্নামেন্টের ফাইনালে দুই দলের শেষ লড়াইটি হয়েছিল ২০১১ সালে। সুপার কাপের ম্যাচে সেবার জয়ী হয়েছিল আবাহনী।

আরো পড়ুন: ম্যানচেস্টার সিটি নাকি রিয়াল মাদ্রিদ, ফাইনালের টিকিট কাটবে কে?

এদিন আবাহনীর জয়ে জোড়া গোল করেছেন ফয়সাল আহমেদ ফাহিম। অপর গোলটি দানিয়েল কলিনড্রেসের। ৩৪তম মিনিটে রেজাউল করিমের থ্রু বল ধরে দারুণ এক কোণাকোণি শটে দলকে এগিয়ে দেন কলিনড্রেস। বিরতির ছয় মিনিট পরই ব্যবধান বাড়ান ফাহিম। রাফায়েল অগাস্টোর স্কোয়ার পাসে থেকে প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন তিনি। ৭১তম মিনিটে ব্যবধান ৩-০ করেন এই তরুণ বাংলাদেশি ফরোয়ার্ড।

আগামী ৩০ মে কুমিল্লায় অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচটি। এর আগে ২৩ মে গোপালগঞ্জে তৃতীয় পজিশনের ম্যাচে মুখোমুখি হবে শেখ রাসেল ও বসুন্ধরা কিংস।

এম/

 

আবাহনী মোহামেডান ফাইনাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250