মঙ্গলবার, ২৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একাত্তর নিয়ে বক্তব্য, সমালোচনার মুখে আসিফ নজরুলের দুঃখ প্রকাশ *** জুলাই সনদের খসড়ার সঙ্গে ‘মোটামুটি’ একমত বিএনপি *** বিনা অনুমতিতে নূরুল কবীরকে প্রেস কাউন্সিলের সদস্য করা হয়েছে, প্রত্যাহারের অনুরোধ *** জনসংখ্যা বাড়াতে প্রত্যেক শিশুকে বছরে ৬২ হাজার টাকা করে দেবে চীন *** প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম, নূরুল কবীরসহ ১২ জন *** ইসরায়েলি দুই মন্ত্রীকে নেদারল্যান্ডসে ঢুকতে দেবে না দেশটির সরকার *** ডাকসু নির্বাচন ৯ই সেপ্টেম্বর *** আর কাউকে প্রতীকী মূল্যে জমি দেবে না সরকার: অর্থ উপদেষ্টা *** প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৪ হাজার শুন্য পদ পূরণে উদ্যোগ *** প্রাথমিক পর্যায়ে ঐকমত্যের খসড়া আজকালের মধ্যে পাবে রাজনৈতিক দলগুলো: আলী রীয়াজ

আবারো তাইওয়ানের বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল চীন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৩ অপরাহ্ন, ১৮ই আগস্ট ২০২৩

#

চীনের প্রতিরক্ষা মন্ত্রী লি শাংফু

চীনের প্রতিরক্ষা মন্ত্রী লি শাংফু মঙ্গলবার রাশিয়ায় একটি নিরাপত্তা সম্মেলনে বক্তৃতা প্রদানের সময় তাইওয়ানকে সাহায্য করা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন।

আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক মস্কো সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে এদিন লি বলেন, "চীনকে নিয়ন্ত্রণে রাখতে গিয়ে যুক্তরাষ্ট্রের তাইওয়ানকে ব্যবহার করার প্রচেষ্টা অবশ্যই ব্যর্থতায় পর্যবসিত হবে।" তার আগেও অনেক চীনা কর্মকর্তা একইভাবে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে গিয়েছেন।

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি তাইওয়ানের স্ব-শাসিত গণতন্ত্র দাবি করে এবং প্রয়োজনে বলপ্রয়োগ করে এর নিয়ন্ত্রণ নেওয়ার অঙ্গীকার করে। যুক্তরাষ্ট্রের সাথে তাইওয়ানের মিত্রতা নিয়েও বারবার কটাক্ষ করেছে চীন। তাছাড়া তাইওয়ানের সাথে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকলেও দেশটিতে মার্কিন অস্ত্র বিক্রি নিয়ে ক্ষোভ প্রকাশ করে চীন।

২০১৮ সালে রাশিয়ান অস্ত্র কেনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রই লি কে মনোনীত করে। রাশিয়া এবং বেলারুশে ছয়দিনের সফরের মধ্যে তিনি এ নিরাপত্তা সম্মেলনে যোগ দেন।

বেলারুশ, ইরান এবং মায়ানমার সহ ২০ টিরও বেশি বন্ধুত্বপূর্ণ রাষ্ট্রের ঊর্ধ্বতন প্রতিরক্ষা কর্মকর্তারাও এ সম্মেলনে যোগ দেন৷ তবে কোন পশ্চিমা দেশকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।

এই বছরের শুরুতে প্রতিরক্ষা প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে লি-এর এটি দ্বিতীয় রাশিয়া সফর।

এই সম্মেলনের আগেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সমর্থন সহ বিশ্বব্যাপী সংঘাতে আগুনে ঘি ঢালছে বলে মার্কিন যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেন।

রাশিয়া-ইউক্রেন সংঘাতে চীন এখনো নিরপেক্ষতা বজায় রেখে চলেছে। লি বলেন, বিশ্ব শান্তি বজায় রাখার জন্য চীনা সামরিক বাহিনি অঙ্গীকারবদ্ধ। চীনা নেতা শি জিনপিং বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার পক্ষে।

দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সহযোগিতা নিয়ে আলোচনা করতে লি তার রুশ প্রতিপক্ষ সের্গেই শোইগুর সঙ্গে দেখা করেছেন। সাম্প্রতিক সপ্তাহে আলাস্কার উপকূলে যৌথ নৌ টহল সহ চীন ও রাশিয়া যৌথ মহড়া চালায়।

তাছাড়া চীনা প্রতিরক্ষা প্রধান লি সম্মেলনের এক ফাঁকে ইরান, সৌদি আরব, কাজাখস্তান, ভিয়েতনাম এবং অন্যান্য দেশের প্রতিরক্ষা বিভাগ এবং সামরিক নেতাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

এসকে/ 

চীন যুক্তরাষ্ট্র রাশিয়া চীন-তাইওয়ান উত্তেজনা তাইওয়ান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন