বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এই সরকারের এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে: দেবপ্রিয় ভট্টাচার্য *** জাতীয় স্বার্থ রক্ষায় সব পদক্ষেপ নেবে নয়াদিল্লি *** ইসরায়েলের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চান দেশটির ৩১ বিশিষ্ট নাগরিক *** এক সাপুড়ের প্রাণ নেওয়া সাপকে চিবিয়ে খেলেন আরেক সাপুড়ে *** তিন বাহিনীর প্রধান নিয়োগ রাষ্ট্রপতির হাতে রাখার প্রস্তাব *** ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা, যোগদানের আহ্বান ফেসবুকে *** ১৫ই আগস্টের মধ্যে চাকসুর নির্বাচনের তফসিল ঘোষণা *** ‘প্রিয় বন্ধু’ ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের *** আইন ও বিচার বিভাগে পদায়ন বিধিমালা জারি *** এনসিপির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন ছাত্রদলের

অবৈধভাবে অস্ট্রেলিয়ার সাংবাদিককে আটকে রেখেছে চীন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫২ অপরাহ্ন, ১২ই মে ২০২৩

#

অস্ট্রেলিয়ার সাংবাদিক চেং লেইকে গুপ্তচরবৃত্তির অভিযোগে অবৈধভাবে বিদেশে আটকে রাখা নিয়ে বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন। গুপ্তচরবৃত্তির অভিযোগে তার পাঁচ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ডের সম্ভাবনা রয়েছে।

গুপ্তচরবৃত্তির অভিযোগে প্রায় ১০০০ দিন চেং লেইকে আটকে রাখার পর পরিবার ও আত্মীয়পরিজন তার মুক্তির দাবি জানায়। 

অস্ট্রেলিয়া ও চীনের মধ্যকার উত্তেজনাপূর্ণ সম্পর্ক তার এই গ্রেফতারের কারণে নতুন মাত্রা পেয়েছে।

চলমান পরিস্থিতি চীন ও অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ককে নষ্ট করছে বলে মন্তব্য করেন অনেকে। এ ব্যাপারে চেংয়ের সহকর্মী কোয়েল বলেন, সারাবিশ্ব চেং এর আটককে নেতিবাচকভাবেই দেখছে। যত দ্রুত সম্ভব এ পরিস্থিতির সমাধান করা উচিত।

২০২০ সালের ১৩ আগস্ট, চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় চেংকে আটক করে।

কোয়েল বলেন, চেং কে কেন আটক করা হয়েছিল সে বিষয়টি এখনও অস্পষ্ট। তবে এতকিছুর মধ্যেও চেংয়ের মুক্তির জন্য কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয় নি। 

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এতদিন বন্দি থাকার পরেও চেংয়ের দুর্দান্ত সাহসের প্রশংসা করেন। তিনি বলেন, সমস্ত অস্ট্রেলিয়া চায় তিনি অতি দ্রুত তার সন্তানদের কাছে যেন ফিরে আসেন।

চেংয়ের বিচারের ব্যাপারে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতকে হস্তক্ষেপ করতে দেয় নি চীন। অন্যদিকে বারবার চেংয়ের বিচারকার্য বিলম্বিত হয়েছে এবং এতদিনে একটি রায়ও প্রদান করেনি চীনা আদালত।

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন