বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এই সরকারের এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে: দেবপ্রিয় ভট্টাচার্য *** জাতীয় স্বার্থ রক্ষায় সব পদক্ষেপ নেবে নয়াদিল্লি *** ইসরায়েলের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চান দেশটির ৩১ বিশিষ্ট নাগরিক *** এক সাপুড়ের প্রাণ নেওয়া সাপকে চিবিয়ে খেলেন আরেক সাপুড়ে *** তিন বাহিনীর প্রধান নিয়োগ রাষ্ট্রপতির হাতে রাখার প্রস্তাব *** ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা, যোগদানের আহ্বান ফেসবুকে *** ১৫ই আগস্টের মধ্যে চাকসুর নির্বাচনের তফসিল ঘোষণা *** ‘প্রিয় বন্ধু’ ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের *** আইন ও বিচার বিভাগে পদায়ন বিধিমালা জারি *** এনসিপির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন ছাত্রদলের

অনাথ শব্দটি কেন গালির মতো পরীমণির কাছে!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৮ অপরাহ্ন, ২৭শে জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

খুব ছোটবেলায় মাকে হারিয়েছিলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। এরপর বাবা ও নানার কাছেই বেড়ে ওঠেন তিনি। 

পরীর ক্যারিয়ারে একাধিক প্রাপ্তি, সাফল্য থাকলেও তার মা এসবের কিছুই দেখে যেতে পারেননি। বিষয়টি নিয়ে আজও যন্ত্রণায় ভুগেন এই নায়িকা। 

ছোট থেকেই মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত তিনি। তবুও নিজেকে অনাথ মানতে নারাজ পরীমণি। তার কাছে এতিম বা অনাথ শব্দটা গালির মতো। 

পরী বলেন, ‘আমি ছোটবেলা থেকে এতিম বা অনাথ শব্দটার সঙ্গে পরিচিত নই। আমার মা যে বেঁচে নেই, সেটা আমার পরিবার কখনোই বুঝতে দেয়নি। আমি ছোট থেকেই খুব অন্যভাবে বড় হয়েছি। বলা যায়, সেটা আমার পরিবারেরই অবদান।’

অভিনেত্রীর সাফ কথা, ‘আমার কাছে এতিম বা অনাথ শব্দটা একটা গালির মতো। তাদের যে কত কিছুর মধ্যে দিয়ে যেতে হয়, কত কি সহ্য করতে হয়, সেটা কেবল তারাই জানে।’

আরো পড়ুন: মঞ্চে ফিরছেন নওশাবা

পরীমণিকে বিভিন্ন সময় এতিম-অনাথ শিশুদের পাশে দাঁড়াতে দেখা গেছে। সম্প্রতি দুই অসহায় শিশু মরিয়ম ও নূরের সাহায্য এগিয়ে আসেন তিনি। রিকশাচালক বাবার দুই কন্যাকে নিজ ছেলে রাজ্যর সঙ্গে লালন-পালনের ইচ্ছা পোষণ করেন এই অভিনেত্রী। 

এদিকে স্বামী শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদ নিয়ে নানা বিতর্কের পর পরীমণির জগতজুড়ে এখন কেবলই তার ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য। সন্তানকে নিয়েই অভিনেত্রীর সকল ব্যস্ততা, সকল আয়োজন। 

এসি/ আই. কে. জে/ 


পরীমণি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন