রবিবার, ৩রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রবাসীদের জন্য একটি হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া চলমান: আসিফ নজরুল *** ৫ই আগস্ট সামনে রেখে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী *** কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে উড়োজাহাজের সঙ্গে কুকুরের ধাক্কা... *** ইসরায়েলি কূটনীতিকদের আরব আমিরাত ছাড়ার নির্দেশ *** অন্তর্বর্তী সরকারের ওপর শেখ হাসিনা সরকারের ‘ছায়া’ দেখছেন আনু মুহাম্মদ *** পাকিস্তানের সামরিক বহরে অ্যাটাক হেলিকপ্টার, ঘুরে দেখলেন আসিম মুনির *** শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে অধ্যাপক ইউনূস একটি কথাও বলেননি: মেজর (অব.) হাফিজ *** বরিশালের কোচ হলেন মোহাম্মদ আশরাফুল *** যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান *** আমেরিকার তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ

পুরুষ সঙ্গীর যৌনাঙ্গের মাপ কেমন চান নারীরা, উত্তর দিল সমীক্ষা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২১ পূর্বাহ্ন, ৩০শে মার্চ ২০২৫

#

যৌনাঙ্গের মাপ নিয়ে দুশ্চিন্তায় থাকেন পুরুষ। পুরুষাঙ্গের আকার কতটুকু হলে, বা সেটা ঠিক কেমন মাপের হলে সঙ্গী নারীর সবচেয়ে ভালো লাগবে, তা নিয়ে নানা সংশয়ে থাকেন অনেকে। অনেক পুরুষের ধারণা, যৌনাঙ্গ যত দীর্ঘ হবে, ততই ভালো। কিন্তু এ কথা কতটা সত্যি?

সম্প্রতি আমেরিকার ক্যালিফোর্নিয়ার নিউ মেক্সিকো বিশ্ববিদ্যালয়ের তরফে একটি সমীক্ষা চালানো হয়। হাজারের বেশি নারীকে জিজ্ঞাসা করা হয়, পুরুষ সঙ্গীর যৌনাঙ্গের মাপ কত হলে তাদের সবচেয়ে ভালো লাগবে।

এখানেই শেষ নয়। বিশ্ববিদ্যালয়ের তরফে নানা দৈর্ঘ্যের পুরুষ যৌনাঙ্গের ত্রি-মাত্রিক প্রতিরূপও বানানো হয়। চার ইঞ্চি থেকে শুরু করে ৯ ইঞ্চি পর্যন্ত নানা মাপের প্রতিরূপ বানানো হয়। একেক জন করে নারীকে সেগুলোর মধ্যে থেকে একটি করে নকল যৌনাঙ্গ বেছে নিতে বলা হয়। সমীক্ষায় অংশ নেওয়া নারীরা প্রত্যেকে নিজেদের জন্য যে মাপের নকল যৌনাঙ্গটি আদর্শ বলে মনে করছেন, সেটি বেছে নেন। এরপরে তার গড় করা হয়।

এখান থেকেই উঠে এসেছে সবচেয়ে বেশি নারীর কাছে পুরুষের যৌনাঙ্গের আদর্শ মাপ কোনটি। দেখা যায়, গড়ে ৬.৩ ইঞ্চি মাপটিকে নারীরা আদর্শ বলে মনে করছেন।

নিউ মেক্সিকো বিশ্ববিদ্যালয়ের সমীক্ষাটি বলছে, অনেক নারীই শুধু দৈর্ঘ্যের উপর জোর দিতে নারাজ। তাদের অনেকের মত, বিষয়টি কিছুটা মানসিকও। শারীরিক সম্পর্কের মধ্যে যদি মানসিক তৃপ্তি মিশে থাকে, তাহলে দৈর্ঘ্যের বিষয়টার তেমন গুরুত্বপূর্ণ থাকে না। সে ক্ষেত্রেও সুস্থ যৌন জীবন পাওয়া সম্ভব।

এইচ.এস/


যৌনশক্তি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন