সোমবার, ২০শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে সংহতি জানাল বিএনপি, শহীদ মিনারে নেতারা *** আলতাফ শাহনেওয়াজের যৌন নিপীড়ন ইস্যুতে সম্পাদকের কাছে পাঁচ বিশিষ্ট নারীর চিঠি *** জামায়াত বলে এক, করে আরেক: রুমিন ফারহানা *** বিনা দোষে ৪৩ বছর জেল খাটা ব্যক্তিকে কী এবার ভারতে ফেরত পাঠাবে আমেরিকা *** শিল্প-সাহিত্যকে নোংরা রাজনীতির বাইরে রাখতে হবে: বেবী নাজনীন *** নির্বাচন নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক শুরু *** পর্নোগ্রাফিতে জড়িত বাংলাদেশি সেই যুগল গ্রেপ্তার *** আবারও অস্কারে নারী নির্মাতার সিনেমা পাঠাল সৌদি আরব *** ‘কালো বিড়াল’ দত্তক নেওয়া যে কারণে নিষিদ্ধ করল স্পেন *** ‘আর্থিকভাবে স্বাবলম্বী হলে স্ত্রী ভরণপোষণ চাইতে পারবেন না’

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ওপর ভ্রমণনিষেধাজ্ঞা আরোপ করল স্লোভেনিয়া

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৮ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর ভ্রমণনিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপের দেশ স্লোভেনিয়া। বৃহস্পতিবার (২৫শে সেপ্টেম্বর) সরকারি এক বিবৃতিতে এ খবর জানানো হয়। এর আগে জুলাইয়ে দেশটির দুই কট্টর ডানপন্থী মন্ত্রীর ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। খবর রয়টার্সের।

স্লোভেনিয়া ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যরাষ্ট্র। দেশটি গত বছর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। চলতি বছরের আগস্টে দেশটি ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা জারি করে। একই সঙ্গে ইসরায়েল-অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে উৎপাদিত পণ্য আমদানিতেও নিষেধাজ্ঞা দেয়।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় সংঘটিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ২০২৪ সালের নভেম্বরে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

এর আগে আগস্টে স্লোভেনিয়া প্রথম ইইউ দেশ হিসেবে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করে। তারও আগে দেশটির দুই মন্ত্রী ইতামার বেন-গভির ও বেজালেল স্মোট্রিচকে ‘অবাঞ্ছিত ব্যক্তি’ ঘোষণা করেছিল দেশটি। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ‘জাতিগত নিধনমূলক’ মন্তব্য করায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

২০২৪ সালের জুনে নরওয়ে, স্পেন ও আয়ারল্যান্ডের পথ অনুসরণ করে স্লোভেনিয়াও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের সমালোচনায় সবচেয়ে সোচ্চার ইউরোপীয় দেশগুলোর মধ্যে স্লোভেনিয়া অন্যতম।

দেশটির প্রেসিডেন্ট নাতাশা পির্ক মুসার গাজায় ইসরায়েলের নির্বিচার হামলাকে ‘জাতিগত নিধন’ বলে বর্ণনা করেছেন।

জে.এস/

বেনিয়ামিন নেতানিয়াহু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250