সোমবার, ১৪ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মিটফোর্ডের ঘটনায় গ্রেপ্তার মাহিনের সঙ্গে এনসিপি নেতাদের ছবি, বিএনপির কারো নয়: মির্জা আব্বাস *** লক্ষ্য একটাই, ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন: মির্জা ফখরুল *** ফিল্ম ফেডারেশনের সভাপতি মসিহউদ্দিন শাকের *** এ সরকারের শাসনামলেই জুলাই গণহত্যার বিচার হবে: আসিফ নজরুল *** আগামী বছরের হজের রোডম্যাপ প্রকাশ সৌদি আরবের *** ৩৫ শতাংশ শুল্ক নিয়ে তৃতীয় দফায় আলোচনার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ *** পাকিস্তানে ইমরান খানের দলের ভাগ্য নির্ধারণ ৯০ দিন পর! *** গণ-অভ্যুত্থানে নারীদের অবদানকে যেন প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি: আলী রীয়াজ *** দেশে বড় ধরনের সহিংস অপরাধের সংখ্যা বাড়েনি, দাবি প্রেস উইংয়ের *** নৌকাবাইচে গলুইয়ে দাঁড়িয়ে নাচ, ভাইরাল বালক পেল ‘পর্যটন দূত’ খেতাব

সাপের বিষ মেশানো কফি!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৩ অপরাহ্ন, ১৪ই জুলাই ২০২৫

#

আইসড মিল্ক কফি। ছবি: পেক্সেলস

সাপের বিষ মেশানো কফি! চমকে উঠবেন না। পৃথিবীতে এ রকম কফি আছে। আপনি যদি কখনো উত্তর ভিয়েতনামে ভ্রমণে যান, সেখানে বিশেষ বিশেষ রেস্তোরাঁয় খোঁজ করলে পেয়ে যাবেন সাপের বিষ মেশানো কফি। অবাক ব্যাপার হলো, সেই অঞ্চলের মানুষ মনে করে, এটি এক আশ্চর্য ওষুধ!

কফি নিয়ে ভিয়েতনামিজদের এ উন্মাদনা এখনকার নয়। এর শুরু সেই আঠারো শতক থেকে। সে সময় দেশটি ছিল ফরাসি কলোনি। তারাই ভিয়েতনামে কফি চাষের সূচনা করেন। ধীরে ধীরে এটি দেশটির সংস্কৃতির অংশ হয়ে ওঠে। লাইনটি শুধু লেখার জন্যই লেখা হলো না। ভিয়েতনামে কফি পানের যে ধারা গড়ে উঠেছে, তা বিশ্বে অনন্য। এটি পানের জন্য ফরাসিরা কনডেন্সড মিল্ক আবিষ্কার করেছিল একদা! তা দিয়ে কফি পানের রীতি এখনো চলছে ভিয়েতনামে। ফিন ড্রিপার নামে কফি তৈরির যে স্টাইল, সেটি ভিয়েতনামের এবং এটি পৃথিবীতে কফি ব্রিউইংয়ের অন্যতম আইকন।

ভিয়েতনামের বড় শহর সায়গন বা হো চি মিন সিটিতে আমাজন-থিমড কফি শপ আছে, যেখানে জঙ্গল ও জলপ্রপাতের মধ্যে কফি পান করা যায়! এবার বুঝুন, তাদের কফি-প্রেমের নমুনা। এমন একটি কফি-প্রেমী দেশের কফি যে বিশ্বের সেরা কফির তালিকায় থাকবে, তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। তবে দেশটি টেক্কা দিয়েছে সংখ্যার দিক থেকে। তথ্যসূত্র টেস্ট এটলাসের।

সম্প্রতি আন্তর্জাতিক খাদ্য ম্যাগাজিন ‘টেস্ট এটলাস’ প্রকাশ করেছে বিশ্বের সেরা ৬৩টি কফির তালিকা। ‘বেস্ট রেটেড কফিস ইন দ্য ওয়ার্ল্ড’ নামের এ তালিকায় প্রথমেই জায়গা করে নিয়েছে কিউবার ক্যাফে কুবানো। এ জায়গাতেই চার মেরেছে ভিয়েতনাম। দেশটির আইসড মিল্ক কফি, ব্ল্যাক কফি, এগ কফি ও দই কফি এ তালিকায় জায়গা করে নিয়েছে। ভিয়েতনাম সৃজনশীল কফি সংস্কৃতির জন্য এ তালিকায় স্থান করে নিয়েছে। দেশটির এসব কফি শুধু পানীয় নয়, বরং সংস্কৃতির নিদর্শন। তালিকায় কেবল জনপ্রিয়তা নয়, বরং এসব পানীয়ের সাংস্কৃতিক প্রভাব ও ঐতিহ্যকেও মূল্যায়ন করা হয়েছে।

কফির জগতে ভিয়েতনাম

ভিয়েতনাম বিশ্বের অন্যতম বৃহৎ রোবাস্টা কফি উৎপাদনকারী দেশ। ভিয়েতনামে এখন আরবিকা ও স্পেশালিটি কফির চাষ বাড়ছে, বিশেষভাবে দালাত ও সোন লা অঞ্চলে। ভিয়েতনামের কিছু কফি শপে এখন উন্নত মানের সিঙ্গল অরিজিন কফি পাওয়া যায়।

যে কফিগুলো তালিকায় জায়গা করে নিয়েছে, সেগুলোর সংক্ষিপ্ত বিবরণ দেখে নেওয়া যাক।

আইসড মিল্ক কফি

এটি তৈরি হয় রোবাস্টা কফি, কনডেন্সড মিল্ক ও বরফ দিয়ে। কফি মগের একেবারে নিচে থাকে কনডেন্সড মিল্ক। ধীরে ধীরে ড্রিপ ফিল্টার বা ফিন দিয়ে কফি ড্রিপ করা হয়। শেষে বরফ যোগ করে ঠাণ্ডা হওয়ার পর পরিবেশন করা হয়। এটি আছে তালিকার সপ্তম স্থানে।

ব্ল্যাক কফি

তালিকায় ১৪তম স্থানে আছে ব্ল্যাক কফি। স্থানীয়ভাবে একে বলা হয় সিইফি ডেন। এ ব্ল্যাক কফি ভিয়েতনামিজদের কাছে ভীষণ প্রিয়। খাঁটি কফি-প্রেমীদের জন্য সেরা কড়া এ পানীয় পরিবেশন করা হয় দুধ ও চিনি ছাড়া।

এগ কফি

চল্লিশের দশকে হ্যানয়ের ক্যাফে জাংয়ে এটি প্রথম তৈরি হয়েছিল। ডিমের কুসুম, কনডেন্সড মিল্ক ও রোবাস্টা কফির অপূর্ব সংমিশ্রণ ঘটানো হয় এখানে। ডিমের মিশ্রণটি ফাটিয়ে ক্রিমি করে তুলে তা কফির ওপর ঢেলে পরিবেশন করা হয়। এটি দেখতে তিরামিশুর মতো। তালিকার ২৭ নম্বরে জায়গা করে নিয়েছে এ কফি।

ইয়োগার্ড কফি

যে দেশে সাপের বিষ মিশিয়ে কফি পান করা হয়, সে দেশে দই দিয়ে কফি তৈরির রেসিপি পাওয়া আশ্চর্য ঘটনা নয়। তবে তা পৃথিবীর মানুষকে আশ্চর্য করে বৈকি। সেরার তালিকায় ৫৩ নম্বরে আছে দই কফি বা ইয়োগার্ড কফি। অপেক্ষাকৃত নতুন ও সৃজনশীল একটি ভিন্নধর্মী কফি এটি। দই, কফি, কনডেন্সড মিল্ক ও বরফ একত্রে মিশিয়ে অথবা স্তর করে পরিবেশন করা হয় এ কফি।

এ ‘তারকা’ কফিগুলোর বাইরেও নারকেল দুধ দিয়ে তৈরি কফি পাওয়া যায় ভিয়েতনামে। নাম চি ফি দোয়া। আরও পাওয়া যায় লবণ দেওয়া কফি। তার নাম চি ফি মুওয়ি।

জে.এস/

ভিয়েতনামের কফি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন