বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভারতে ধর্মের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর নতুন অস্ত্র এআই: গবেষণা *** মিরপুরেই শেষ ম্যাচ খেলতে চান সাকিব *** শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় কবে, জানা যাবে ১৩ই নভেম্বর *** হত্যা মামলায় অভিনেতা ইরেশ যাকেরসহ দুজনকে অব্যাহতির সুপারিশ *** জিয়াউর রহমান সরকারের মন্ত্রীর ছেলে যোগ দিলেন আওয়ামী লীগে *** শনিবারের ক্লাস নিয়ে বিভ্রান্তি, স্পষ্ট করলেন শিক্ষক নেতা আজিজী *** বাজারে সবজির সরবরাহ বাড়ছে, দামের উত্তাপ কমছে *** ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার আহ্বান জানালেন বিশ্বখ্যাত ইহুদিরা *** আরব সাগরে প্রায় ১০০ কোটি ডলারের মাদক উদ্ধার পাকিস্তান নৌবাহিনীর *** সরকারে থাকা ‘দলীয় উপদেষ্টা’ আসলে কারা

ওয়াক অব ফেমের জন্য দীপিকাকে গুনতে হবে ১ কোটি টাকা, কারণ...

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৮ অপরাহ্ন, ৪ঠা জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

গতকাল বৃহস্পতিবার (৩রা জুলাই) জানা গেছে হলিউড ওয়াক অব ফেমে জায়গা পাচ্ছেন বলিউডের দীপিকা পাড়ুকোন। ২০২৬ সালের হলিউড ওয়াক অব ফেমে নির্বাচিত হয়েছেন এ বলিউড অভিনেত্রী। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, তারকারা ওয়াক অব ফেমে ‘জায়গা কিনতে’ পারেন। প্রতিবছর একটি নির্বাচন প্যানেল নির্বাচন করে কাদের রাখা হবে এ তালিকায়। এরপর তারকাদের অর্থ ব্যয় করতে হয় তাদের কাঙ্ক্ষিত স্থান রাখার জন্য।

হলিউড ওয়াক অব ফেম হলো লস অ্যাঞ্জেলেসের হলিউড বুলেভার্ডের একটি আইকনিক ওয়াকওয়ে। এখানে ২৭০০টির বেশি তারা থাকে। প্রতিটি তারা একজন করে তারকাকে উৎসর্গ করা হয়। যে কোনো তারকা এর জন্য মনোনীত হতে পারেন। এর কোনো আনুষ্ঠিক মানদণ্ড নেই, তবে ওয়াক অব ফেমের তারকাদের জন্য এটি বড় সম্মান হিসেবে মনে করা হয়।

২০২৬ সালের ওয়াক অব ফেম হিসেবে ক্লাসে এমিলি ব্লান্ট, টিমোথি চালামেট, মারিও কোতিয়াঁ, স্ট্যানলি টুচি, রামি মালেক, র‍্যাচেল ম্যাকঅ্যাডামস, ডেমি মুর, ক্রিস কলম্বাস, টনি স্কট, গ্রেগ ড্যানিয়েলস, সারা মিশেল গেলার এবং দীপিকা পাড়ুকোনদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। হলিউড চেম্বার অব কমার্স, হলিউড ওয়াক অব ফেম পরিচালনাকারী সরকারি সংস্থা, প্রতিবছর ২০০ থেকে ৩০০ তারকা মনোনয়ন পায়।

এরপর সংস্থার পক্ষ থেকে নিযুক্ত একটা নির্বাচন প্যানেল প্রতিবছর বেশ কয়েকজনকে এ তালিকায় অন্তর্ভুক্ত করে। ছবি, টেলিভিশন, সংগীত, রেডিও এবং লাইভ পারফরম্যান্সের জগতের শিল্পীদের সম্মানিত করা হয়।

অন্তর্ভুক্তি এবং নির্বাচনের জন্য কোনো ফি বা অর্থ দিতে হয় না। এটা হলিউড চেম্বার অব কমার্সের নির্বাচন প্যানেল সিদ্ধান্ত নেয়। তবে যাকে নির্বাচন করা হবে, তাকে ৮৫ হাজার ডলার (প্রায় ১ কোটি টাকা) স্পনসরশিপ ফি দিতে হয়। এ বার্ষিক ফি ওই তারকাদের রক্ষণাবেক্ষণের জন্য। ওয়াক অব ফেমের অফিশিয়াল ওয়েবসাইট অনুসারে, ‘এ ফি ওয়াক অব ফেমের রক্ষণাবেক্ষণের জন্য ব্যবহৃত হয়।’

দীপিকা পাড়ুকোন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250