শুক্রবার, ১লা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিষিদ্ধ ছাত্রলীগ-আ.লীগ নেতাকর্মীদের ‘গোপন বৈঠক’ ঘিরে গ্রেপ্তার ২২, সেনা হেফাজতে এক মেজর *** জুলাই সনদ আইনের ঊর্ধ্বে: সালাহউদ্দিন আহমদ *** ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল বিএনপি-জামায়াতসহ ২৯ দল *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়ে সিদ্ধান্ত নেবে পর্তুগাল *** রাষ্ট্রপতি নির্বাচন হবে উভয় কক্ষের সদস্যদের গোপন ভোটে *** ১৮৫ বছরের পুরোনো বুনো মহিষের শিং পাহাড়পুর জাদুঘরে হস্তান্তর *** প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৬তম সভা অনুষ্ঠিত *** শিক্ষকের বিকল্প হবে চ্যাটজিপিটি *** শক্তি ও মালিকানা যার হাতে, তাকেই ক্ষমতা ফিরিয়ে দিতে হবে: মির্জা ফখরুল *** পিআর পদ্ধতিতে হবে ১০০ সংসদীয় আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

লেখাপড়ার জন্য বিক্রি করা বাড়ি অফিসার হয়ে বাবা-মাকে কিনে দিলো ছেলে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৪ অপরাহ্ন, ২৪শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রতিনিয়ত বাবা-মায়েরা সন্তানের জন্য বিসর্জন দিয়েই থাকেন। ছেলে-মেয়েদের ভবিষ্যতের জন্য বাবা-মায়েরা কত কিছুই না করে। তবে তার অল্পই ফিরিয়ে দিতে পারে সন্তানেরা। আবার অনেকে বাবা-মায়ের বিসর্জনকে ভুলেও যায়!

এদিক থেকে খুব বেশি পারুক আর না পারুক বাবা-মায়ের বিসর্জনের কথা মাথায় রেখে কিছুটা প্রতিদান দেওয়ার চেষ্টা করেছেন ভারতের বিহার রাজ্যের গোপালগঞ্জ এর বাসিন্দা প্রদীপ সিং। চাকরি পেয়ে তিনি বাবা-মায়ের বিক্রি করা বাড়িটি পুনরায় কিনে দিয়েছেন। যা তারা প্রদীপের পড়ালেখার খরচ চালাতে বিক্রি করেছিলেন একসময়।

প্রদীপ সিং পড়াশুনায় মেধাবী হলেও কোচিং ফি দেওয়ার মতো টাকা তার বাবার কাছে ছিল না। তার বাবা, একটি পেট্রোল পাম্পে কাজ করতেন। ছেলের পড়াশুনার জন্য তাকে তার বাড়ি বিক্রি করতে হয়েছিল। কিন্তু নিজের জেদে আর বাবার স্বপ্ন পূরণ করতে মাত্র ২৩ বছর বয়সে ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০২০ সালে একজন আইএএস অফিসার হয়েছেন। প্রদীপের পড়াশোনার জন্য বাবাকে বাড়ি বিক্রি করতে হয়েছিল। তবে এই পথ খুব একটা মসৃণ ছিল না। 

আরও পড়ুন: হজে গিয়ে ফিরে পেলেন ১১ বছর আগে হারানো সন্তান

ছোটো থেকেই দারুণ মেধাবী ছেলে প্রদীপ, পড়াশুনার প্রতি অসম্ভব আগ্রহ। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় অর্থনৈতিক অবস্থা। চলতি বছরই জুন মাসে ইউপিএসসি পরীক্ষার জন্য দিল্লি গিয়েছিল প্রদীপ। যার জন্য বাড়ি বিক্রি করতে হয়েছিল তার বাবাকে। নিজেদের আর্থিক অবস্থা ভাল না থাকলেও ছেলেকে কখনো কোনো রকম অসুবিধায় পড়তে দেননি তিনি। 

ছেলের উচ্চশিক্ষায় যাতে কোনো বাধা না আসে সমস্ত রকম চেষ্টা করে গিয়েছেন বাবা। তার বাবা-মার অফুরন্ত প্রার্থনা এবং ভালোবাসা এবং প্রদীপের এই কঠোর পরিশ্রম আজ তার এই সাফল্যের কারণ। 

সূত্র: বেঙ্গলি এক্সপ্রেস

এসকে/  আই.কে.জে

ভারত লেখাপড়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন