সোমবার, ২০শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে সংহতি জানাল বিএনপি, শহীদ মিনারে নেতারা *** আলতাফ শাহনেওয়াজের যৌন নিপীড়ন ইস্যুতে সম্পাদকের কাছে পাঁচ বিশিষ্ট নারীর চিঠি *** জামায়াত বলে এক, করে আরেক: রুমিন ফারহানা *** বিনা দোষে ৪৩ বছর জেল খাটা ব্যক্তিকে কী এবার ভারতে ফেরত পাঠাবে আমেরিকা *** শিল্প-সাহিত্যকে নোংরা রাজনীতির বাইরে রাখতে হবে: বেবী নাজনীন *** নির্বাচন নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক শুরু *** পর্নোগ্রাফিতে জড়িত বাংলাদেশি সেই যুগল গ্রেপ্তার *** আবারও অস্কারে নারী নির্মাতার সিনেমা পাঠাল সৌদি আরব *** ‘কালো বিড়াল’ দত্তক নেওয়া যে কারণে নিষিদ্ধ করল স্পেন *** ‘আর্থিকভাবে স্বাবলম্বী হলে স্ত্রী ভরণপোষণ চাইতে পারবেন না’

ক্যারিয়ারের জন্য ক্ষতিকর ৫টি প্রচলিত পরামর্শ

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫৯ অপরাহ্ন, ১০ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

ক্যারিয়ার নিয়ে সবারই কিছু না কিছু পরামর্শ থাকে। বন্ধু, আত্মীয়, সহকর্মী কিংবা সোশ্যাল মিডিয়া—সব জায়গাতেই ভেসে আসে ‘সাফল্যের গোপন মন্ত্র’। কিন্তু সব পরামর্শই কার্যকর বা বাস্তবসম্মত নয়। বরং কিছু জনপ্রিয় উপদেশ অন্ধভাবে মেনে চললে তা উল্টো আপনার পেশাগত অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। চলুন জেনে নেওয়া যাক এমন পাঁচটি প্রচলিত পরামর্শ, যা উপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ:

প্যাশন অনুসরণ করলেই সফলতা নিশ্চিত

শুনতে দারুণ অনুপ্রেরণামূলক হলেও বাস্তবতা ভিন্ন। শুধু প্যাশনের পেছনে দৌড়ালে তা সব সময় আর্থিক নিরাপত্তা বা দীর্ঘমেয়াদি সন্তুষ্টি দেয় না। দক্ষতা, বাজারের চাহিদা ও অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা না করলে হতাশা আসতে পারে। তাই প্যাশনের সঙ্গে বাস্তবতার মেলবন্ধন করাটাই আসল বুদ্ধিমত্তা।

শুধু কঠোর পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি

কঠোর পরিশ্রম জরুরি, কিন্তু একা তা যথেষ্ট নয়। সঠিক পরিকল্পনা, বুদ্ধিদীপ্ত কাজের কৌশল এবং পেশাগত নেটওয়ার্ক—সবই সমান গুরুত্বপূর্ণ। শুধু রাত জেগে কাজ করলেই সাফল্য আসে না; প্রয়োজন সঠিক দিকনির্দেশনা।

সুযোগ লুফে নিতে হবে

শুরুতে মনে হতে পারে, যত বেশি সুযোগ নেবেন তত ভালো। কিন্তু অপ্রাসঙ্গিক সুযোগ গ্রহণ করলে সময় ও শক্তি নষ্ট হয়, মনোযোগ ভেঙে যায়। বরং লক্ষ্য ও দক্ষতার সঙ্গে মিলিয়ে বেছে নেওয়া সুযোগের ওপর মনোযোগ দিন। না বলতে শেখাও পেশাগত সাফল্যের এক গুরুত্বপূর্ণ কৌশল।

চাকরি ছেড়ে নিজের ব্যবসা শুরু করো

উদ্যোক্তা হওয়া অনেকের স্বপ্ন; কিন্তু এটি সবার জন্য নয়। ব্যবসা শুরুর আগে পুঁজি, বাজার বিশ্লেষণ, অভিজ্ঞতা এবং ঝুঁকি নেওয়ার ক্ষমতা যাচাই করা জরুরি। হঠাৎ করে চাকরি ছেড়ে দেওয়া অনেক সময় বড় ধরনের আর্থিক ও মানসিক চাপ সৃষ্টি করতে পারে।

সবকিছু নিজেই সামলাতে হবে

সবকিছু একা সামলানোর চেষ্টা প্রায়ই ক্লান্তি ও ‘বার্নআউট’-এর দিকে নিয়ে যায়। আধুনিক কর্মক্ষেত্রে টিমওয়ার্ক ও সহযোগিতা অপরিহার্য। প্রয়োজনে সাহায্য চাইতে দ্বিধা করবেন না—এটি দুর্বলতা নয়; বরং দক্ষতার পরিচয়।

সব প্রচলিত ক্যারিয়ার পরামর্শ সঠিক নাও হতে পারে। সাফল্যের পথে হাঁটার সময় নিজের ব্যক্তিগত পরিস্থিতি, দক্ষতা এবং দীর্ঘমেয়াদি লক্ষ্য অনুযায়ী সিদ্ধান্ত নিন। অন্ধভাবে সব কথা মেনে চলার চেয়ে নিজের জন্য সঠিক পথ খুঁজে পাওয়াটাই টেকসই সাফল্যের চাবিকাঠি।

জে.এস /

ক্যারিয়ার পরামর্শ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250