বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

অবন্তী সিঁথির নতুন উপহার ‘মেহসুস দিল কো’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৩ অপরাহ্ন, ৩রা নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

‘সারেগামাপা’-খ্যাত গায়িকা অবন্তী সিঁথি। জনপ্রিয় রিয়ালিটি শোয়ে থাকাকালীন ‘শিসপ্রিয়া’ নামে পরিচিতি পেয়েছিলেন অবন্তী। শিস বাজিয়ে সুর তুলে মুগ্ধ করেছিলেন গানপ্রেমীদের। সেই খ্যাতি নিয়েই পথ চলছেন সিঁথি। বেশ কিছু মৌলিক গানের পাশাপাশি হিন্দি গানের কাভারও করেছেন তিনি।

এবার গাইলেন মৌলিক হিন্দি গান। অবন্তী সিঁথির প্রথম হিন্দি গানের শিরোনাম ‘মেহসুস দিল কো’। এতে অবন্তীর সঙ্গে কণ্ঠ দিয়েছেন জয়। তাপসের সঙ্গে যৌথভাবে সুর করেছেন জয়, সংগীতায়োজনও তার। গানের কথাও যৌথভাবে লিখেছেন তাপস ও প্রমোদ সেতি।

আরো পড়ুন : জোর করে যৌন আবেদন আনতে বলবেন না : নোরা ফাতেহি

গানটি এসেছে ভিডিও। সেখানে জয়ের সঙ্গে আছেন অবন্তী সিঁথিকে। গত শুক্রবার জয় অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে হিন্দি গানটি।

অবন্তী সিঁথি জানান, দীপাবলি উপলক্ষেই গানটি প্রকাশ হয়েছে। বেশ ভালোই সাড়া পাচ্ছেন। অনেকে মুঠোফোনে গানটির প্রশংসা করেছেন।

এস/কেবি


অবন্তী সিঁথি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250