বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

টঙ্গী থেকে দিয়াবাড়ী মেট্রোরেল স্টেশন পর্যন্ত শাটল বাস চালু

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৫ অপরাহ্ন, ৯ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) উদ্যোগে টঙ্গী থেকে উত্তরার দিয়াবাড়ী মেট্রোরেল স্টেশন পর্যন্ত শাটল বাস সার্ভিস চালু হয়েছে। প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই বাস।   

বৃহস্পতিবার (৯ই মে) দুপুর ১২টায় টঙ্গীর স্টেশন রোড এলাকায় এই বাস সার্ভিসের উদ্বোধন করেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) মো. জাহিদ আহসান রাসেল।

এসময় তিনি গণমাধ্যমকে বলেন, বিআরটিসির এই সার্ভিস রাজধানীর আব্দুল্লাহপুর থেকে উত্তরার দিয়াবাড়ী মেট্রো রেলস্টেশন পর্যন্ত চালু ছিল। এতে গাজীপুর ও টঙ্গীবাসী মেট্রোরেলের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিল। এই বাস সার্ভিস সেবার নতুন মাত্রা যুক্ত করেছে।

আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মেট্রোরেল সেবাটি উত্তরার দিয়াবাড়ী থেকে টঙ্গী হয়ে গাজীপুরের শিববাড়ি পর্যন্ত সম্প্রসারণের দাবি জানিয়েছি।

আরো পড়ুন: সরকারি প্রতিষ্ঠান শেয়ার বাজারে আনার নির্দেশ প্রধানমন্ত্রীর

অনুষ্ঠানে বিআরটিসির মহাব্যবস্থাপক মেজর নিজাম উদ্দিন গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার থেকে ১১টি শাটলবাস সার্ভিস চালু হয়েছে। প্রতি ১০ মিনিট পরপর একটি বাস ছেড়ে যাবে। প্রতিদিন প্রায় এক লাখ যাত্রী এই সুবিধা ভোগ করবেন।

অনুষ্ঠানে জানানো হয়, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ১১টি বিআরটিসির শাটল বাস দিয়ে এই সার্ভিস পরিচালনা করা হবে। প্রথম ধাপের এই কার্যক্রমে টঙ্গী স্টেশন রোড থেকে উত্তরার দিয়াবাড়ী পর্যন্ত যাত্রীকে ২২ টাকা ভাড়া গুনতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআরটিসির জোয়ার সাহারা বাস ডিপোর ম্যানেজার (অপারেশন) মো. কামরুজ্জামান, গাজীপুর বাস ডিপোর ম্যানেজার (অপারেশন) রাকিবুল হাসান শুভ, গাজীপুর ঐতিহ্য ও উন্নয়নের সভাপতি ইঞ্জিনিয়ার মো. শামসুল হক প্রমুখ।

এইচআ/ 

শাটল বাস মেট্রোরেল স্টেশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250