বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘একাত্তরের গণহত্যাও কি ধর্মের লেবাস চড়িয়েই চালানো হয়নি?’ *** নির্বাচন সামনে রেখে সংবাদপত্রের স্বাধীনতার সুরক্ষার অঙ্গীকার চায় সিপিজে *** টি-টোয়েন্টি বিশ্বকাপে ৯০ ক্রিকেটার ‘চরম ঝুঁকিপূর্ণ’ *** ‘তারেক রহমান মনোনীত ৩০০ গডফাদারকে না বলুন, বাংলাদেশ মুক্তি পাবে’ *** সরকারি কর্মচারীদের গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’–এর পক্ষে প্রচার দণ্ডনীয়: ইসি *** যুক্তরাষ্ট্র-ইরানের টানাপোড়েনে মধ্যস্থতা করতে চায় তুরস্ক *** ইরানের রেভল্যুশনারি গার্ডকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে তালিকাভুক্ত করছে ইইউ *** হাজিরা পরোয়ানাকে ‘জামিননামা ভেবে’ হত্যা মামলার ৩ আসামিকে ছেড়ে দিল কারা কর্তৃপক্ষ *** আওয়ামী ভোটব্যাংক: জয়-পরাজয়ের অদৃশ্য সমীকরণ *** ‘সজীব ওয়াজেদ জয়ের যুক্তি অযৌক্তিক নয়’

গাজা গণহত্যায় সহযোগিতার অভিযোগ ইতালির প্রধানমন্ত্রী মেলোনির বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৬ অপরাহ্ন, ৯ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

গাজা যুদ্ধে ইউরোপের যে দুই দেশ প্রবলভাবে ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছে, এর একটি ইতালি অন্যটি জার্মানি। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানিয়েছেন যে, গাজায় ইসরায়েলের বোমা হামলায় রোমের সমর্থনের কারণে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) 'গণহত্যায় সহযোগিতা'র অভিযোগ এনেছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গাজা যুদ্ধ চলাকালে ইসরায়েলকে মারণাস্ত্র সরবরাহ করে ইতালির সরকার যে ভূমিকা পালন করেছে সেই বিষয়টি সামনে এনে গত ১লা অক্টোবর রোমে অবস্থিত এই আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশন আরএআইয়ে এক সাক্ষাৎকারে মেলোনি এসব তথ্য জানান। তবে আন্তর্জাতিক আদালত বিষয়টি নিশ্চিত করেনি বলেও সংবাদ প্রতিবেদনে জানানো হয়েছে।

মেলোনি বলেন, তার প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো এবং উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানির ভূমিকার 'নিন্দা' করা হয়েছে। তিনি আশঙ্কা করেন, ইতালির অস্ত্র ও আকাশসীমা দেখভালের প্রতিষ্ঠান লিওনার্দোর প্রধান রবের্তো সিনগোলানির নামও জড়িয়ে যেতে পারে।

বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, মেলোনির বিরুদ্ধে অভিযোগপত্রে আইনের অধ্যাপক, আইনজীবী ও বেশ কয়েকজন সুপরিচিত ব্যক্তিসহ যোট ৫০ জন সই করেছেন। তারা মেলোনি ও অন্যদের বিরুদ্ধে ইসরায়েলে অস্ত্র সরবরাহের মাধ্যমে গণহত্যায় সহযোগিতার অভিযোগ এনেছেন।

অভিযোগপত্রে লেখা হয়েছে, 'ইসরায়েলি সরকারকে সমর্থনের মাধ্যমে বিশেষ করে, প্রাণঘাতী অস্ত্র সরবরাহ করে ইতালি সরকার চলমান গণহত্যায় সহায়তা করেছে। তারা ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে চরম যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ করেছেন।'

গত মাসে জাতিসংঘের তদন্তে গাজায় ইসরায়েলের গণহত্যার প্রসঙ্গে উঠে আসে। মানবাধিকারকর্মী, গণহত্যা ও আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরাও একই ধারণা পোষণ করেন।

গাজায় মানবাধিকার লঙ্ঘণ ও মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে আইসিসি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

জে.এস/

জর্জিয়া মেলোনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250