শুক্রবার, ৩রা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৪৭ দেশের ৪৪৩ স্বেচ্ছাসেবীকে অপহরণ করেছে ইসরায়েল *** মর্ত্য ছেড়ে কৈলাসে ফিরলেন দুর্গতিনাশিনী *** শহিদুল আলমের জাহাজ এখনো আটক হয়নি, দিলেন ভিডিওবার্তা *** পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু *** এনসিপিকে শাপলা দিলে মামলা করব না, তবে ইসি দিতে পারে না: মান্না *** শুধু থালাবাটি নয়, এনসিপির জন্য আছে লাউ-বেগুন-কলাসহ ৫০ প্রতীক *** ঝড় উপেক্ষা করে গাজার পথে ফ্লোটিলা, শহিদুল আলমের ভিডিও বার্তা *** ইসরায়েলি সব কূটনীতিককে কলম্বিয়া থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ প্রেসিডেন্ট পেত্রোর *** এআই ‘অভিনেত্রী’-কে ঘিরে যে কারণে তীব্র সমালোচনা, ক্ষুব্ধ হলিউড তারকারা *** ফ্লোটিলা থেকে আটক ২২৩ জনকে ইউরোপে পাঠাবে ইসরায়েল, জাহাজগুলোর ভাগ্য অনিশ্চিত

অবশেষে শাহরুখ ও রানীর ঘরে জাতীয় চলচ্চিত্র পুরস্কার

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫২ পূর্বাহ্ন, ২রা আগস্ট ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

শাহরুখ খানকে বলা হয় বলিউড বাদশাহ। অভিনয়গুণে অনেক আগেই দর্শকের মনের সিংহাসনটিতে জায়গা করে নিয়েছিলেন তিনি। তিন দশকের বেশি ক্যারিয়ারে তবু যেন মনের কোণে লুকিয়ে ছিল অপ্রাপ্তির এক বেদনা। সেটা ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পরে ৩৩ বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো শাহরুখ খানের ঘরে আসছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ‘জওয়ান’ সিনেমার জন্য সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পাচ্ছেন তিনি। শুধু তা-ই নয়, শাহরুখের মতো এ বছর প্রথমবার সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার ঘরে তুলছেন রানী মুখার্জি।

শুক্রবার (১লা আগস্ট) রাতে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ফলাফল ঘোষণা করা হয়। এ বছর শাহরুখ খানের সঙ্গে যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন বিক্রান্ত ম্যাসি। ‘টুয়েলভথ ফেল’ সিনেমার জন্য সেরা নির্বাচিত হয়েছেন তিনি। আর রানী সেরা নির্বাচিত হয়েছেন ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমার জন্য। সেরা সিনেমা নির্বাচিত হয়েছে ‘টুয়েলভথ ফেল’। ‘দ্য কেরেলা’ স্টোরি সিনেমার জন্য সেরা পরিচালক হয়েছেন সুদীপ্ত সেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

১৯৯২ সালে ‘দিওয়ানা’ চলচ্চিত্র দিয়ে অভিষেকের পর থেকে একের পর এক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন শাহরুখ খান। আজও তার সিনেমা মানেই উৎসব, তার সংলাপ মানেই ট্রেন্ড আর তার উপস্থিতি মানেই প্রেক্ষাগৃহে উপচে পড়া দর্শক। ক্যারিয়ারে অসংখ্য পুরস্কার জিতলেও জাতীয় চলচ্চিত্র পুরস্কারটা ছিল অধরা। এবার সেটাও মিটে গেল।

২০২৩ সালে মুক্তি পেয়েছিল জওয়ান। ওই বছর ছিল শাহরুখ খানের প্রত্যাবর্তনের বছর। ‘পাঠান’, ‘জওয়ান’ আর ‘ডানকি’—তিনটি সিনেমাতেই গড়েছেন বক্স অফিস রেকর্ড। অ্যাটলি পরিচালিত জওয়ান সিনেমায় দ্বৈত চরিত্রে শাহরুখের অভিনয় নজর কেড়েছিল সমালোচকদেরও। অ্যাকশন, ইমোশন, স্টাইল আর সংলাপ—সব মিলিয়ে বড় এক ধাক্কা দিয়েছিল সিনেমাটি।

শাহরুখের জাতীয় পুরস্কারপ্রাপ্তির খবরে ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিজুড়ে শুরু হয়েছে অভিনন্দনের বন্যা। বহু অভিনেতা, পরিচালক শুভেচ্ছায় ভাসাচ্ছেন বলিউড বাদশাহকে।

অন্যদিকে ১৯৯৬ সালে রানী মুখার্জির অভিষেক হয়েছিল টালিউডে ‘বিয়ের ফুল’ সিনেমা দিয়ে। এরপর বলিউডে একের পর এক সিনেমায় নজর কাড়েন রানী। ‘গুলাম’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘চোরি চোরি চুপকে চুপকে’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘সাথিয়া’, ‘হাম-তুম’—রানীর হিট সিনেমার তালিকা দীর্ঘ। কখনো কমেডি, কখনো সিরিয়াস। সব ধরনের সিনেমাতেই রানী প্রমাণ করেন, তিনি জাত অভিনেত্রী। এবার মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে তাকে এনে দিল জাতীয় পুরস্কার।

শাহরুখ ও রানী জুটি হয়ে জনপ্রিয় অনেক সিনেমা উপহার দিয়েছেন। পর্দার বাইরেও তাদের বন্ধুত্ব চমৎকার। কাকতালীয়ভাবে একই সঙ্গে জাতীয় পুরস্কারটাও পেয়ে গেলেন তারা।

জে.এস/

শাহরুখ খান রানী মুখার্জি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250