শুক্রবার, ২৪শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনে নিজস্ব সিদ্ধান্তেই সশস্ত্র বাহিনী মোতায়েন করতে পারবে ইসি *** নাম বদলে গণতান্ত্রিক ছাত্রসংসদ হয়ে গেল ‘জাতীয় ছাত্রশক্তি’ *** দেড় বছর পর ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের *** ঢাকা সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী *** আদালত যাদের পলাতক বলবেন তারা নির্বাচন করতে পারবেন না: আসিফ নজরুল *** নির্বাচনে প্রার্থীর দেশি-বিদেশি আয়ের তথ্য প্রকাশ বাধ্যতামূলক *** সাপে কাটা রোগীদের জন্য হাসপাতালে বিশেষায়িত ওয়ার্ড চালু *** জিয়ার সরকারের মন্ত্রীর ছেলে আওয়ামী লীগে, যা বললেন বিশ্লেষক *** সোশ্যাল মিডিয়ায় ঝটিকা মিছিলের ভিডিও, বাস্তবে তেমন কিছু না: ডিএমপি কমিশনার *** সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ইসিকে ৩৬ প্রস্তাব বিএনপির

‘তুফান-২’ কবে আসছে, জানালেন পরিচালক রায়হান রাফী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০২ অপরাহ্ন, ২৭শে জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের ‘তুফান’ সিনেমাটি এই ঈদে মুক্তি পেয়েছে। রায়হান রাফী নির্মিত সিনেমাটি মুক্তির পরই প্রেক্ষাগৃহে ঝড় তুলেছে। একের পর এক রেকর্ড গড়েছে, ভেঙেছে। এই সিনেমা মুক্তির পরপরই দর্শকদের চমক দিয়েছেন পরিচালক রাফী। জানিয়েছেন, তুফানের পরবর্তী কিস্তি আসছে। 

এবার এই নিমার্তা ‘তুফান-২’ পর্দায় আসার সময়ও জানিয়ে রাখলেন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে তারকা আড্ডায় রাফী জানান, তুফানের সিক্যুয়েল আসবে আগামী বছরের মাঝামাঝিতে এবং সেটা যেকোনো একটি ঈদকে কেন্দ্র করে।

তিনি বলেন, ‘দেশে এখন তো প্রচণ্ড গরম, আবার সবকিছু মিলিয়ে মানুষের অনেক দুঃখ-কষ্ট, দুর্ঘটনা যাচ্ছে। অনেক রকম সমস্যা আমাদের জীবনে। ঈদে আমরা একটু আনন্দ-ফুর্তি করতে চাই, সেখানে গিয়ে যদি আবার একটা সমস্য দেখানো শুরু করি, আমার কাছে মনে হয়েছে যে—না, আমি একটু আনন্দ দিতে চাই মানুষকে। এক্ষেত্রে আমার মনে হয় আমরা সফল। আপনি যাবেন হলে, আড়াই ঘণ্টা আনন্দ-ফুর্তি করবেন, এবং এমন একটা জায়গায় গিয়ে সিনেমাটা শেষ হবে, এটাকে মাথায় নিয়ে আপনি ফিরে আসবেন এবং আপনাকে এক বছর অপেক্ষা করতে হবে এর সেকেন্ড পার্ট দেখার জন্য।’

আরো পড়ুন : পরকীয়া নিয়ে মুখ খুললেন মিথিলা

রাফী বলেন, ‘‘আমরা যেটা করতে চেয়েছিলাম, ঠিক সেটাই হয়েছে প্রকৃতপক্ষে। আপনি যদি খেয়াল করে দেখেন, এই সিনেমা (তুফান) নিয়ে শুরু থেকেই আমি বলছিলাম— আমরা একটা কমার্শিয়াল সিনেমা বানাচ্ছি এবং ‘কেজিএফ’ বা ‘পুষ্পা’ যে মাপের কমার্শিয়াল সিনেমা সেটাকে ছুঁতে চাই। কিন্তু সেটা তো আর ধরতে পারব না তাদের মতো, তবে কাছাকাছি যেতে চাই। দর্শকরা আসলে সেটাই বলছে যে, আমরা সেটা করতে পেরেছি।’’

ইতোমধ্যেই দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও মুক্তি পাচ্ছে তুফান। শুক্রবার (২৮শে জুন) একযোগে ৮টি দেশে মুক্তি পাবে এই ছবি। যে তালিকায় রয়েছে আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, ইংল্যান্ড, বেলজিয়াম, সুইডেন, ফ্রান্স ও জার্মানি। 

প্রসঙ্গত, তুফান সিনেমায় মূল চরিত্রে রয়েছেন শাকিব খান। তার সঙ্গে জুটি বেঁধেছেন টলিউডের মিমি চক্রবর্তী ও ঢালিউডের মাসুমা রহমান নাবিলা। অন্যতম চরিত্রে রয়েছেন চঞ্চল চৌধুরী। আরও অভিনয় করেছেন রজত গাঙ্গুলি, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, শহিদুজ্জামান সেলিম, মিশা সওদাগর প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে চরকি, আলফা আই ও ভারতের এসভিএফ।

এস/ আই.কে.জে

শাকিব খান ‘তুফান-২

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250