সোমবার, ২৮শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

দুই তারকার প্রতিষ্ঠানের নামে যা হচ্ছে

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৪ অপরাহ্ন, ১৯শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

ক’দিন আগেই যাত্রা শুরু করেছে টালিউড অভিনেতা যীশু সেনগুপ্ত ও সৌরভ দাসের যৌথ প্রযোজনা সংস্থা ‘হোয়াই সো সিরিয়াস ফিল্মস’। সিনেমা থেকে সিরিজ, সিরিয়াল—খুব শিগগির কাজ শুরু করবে এ প্রযোজনা সংস্থা। তবে এরই মধ্যেই শুরু হয়ে গেছে প্রতিষ্ঠানটির নাম ব্যবহার করে প্রতারণা। 

সোশ্যাল মিডিয়ায় ফেক অ্যাকাউন্টের মাধ্যমে প্রতারণার অভিযোগ পেয়েছেন সৌরভ দাস। এরপরই সবাইকে সতর্ক করেছেন সৌরভ ও যীশু।

ফেসবুক স্টোরিতে সৌরভ দাস জানিয়েছেন, ভুয়া অ্যাকাউন্টের সঙ্গে যেন কেউ যোগাযোগ না করেন। যোগাযোগ করে প্রতারিত হলে ‘হোয়াই সো সিরিয়াস ফিল্মস’ দায়ী থাকবে না।

বিষয়টি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইনকে সৌরভ বলেন, ‘একই দিনে অ্যাকাউন্ট খোলা হয়েছে একই রকম নামে। তবে আমাদের প্রযোজক সংস্থার নাম হোয়াই সো সিরিয়াস ফিল্মস। আর অন্যদিকে ফেক অ্যাকাউন্টের নাম হোয়াই সো সিরিয়াস ফিল্ম। সবাইকে বিভ্রান্ত করতেই কাছাকাছি নাম রাখা হয়েছে।’

তিনি বলেন, ‘তাই সাধারণ মানুষকে অবগত করতেই নিজেদের হ্যান্ডল থেকে বিষয়টা পোস্ট করা হয়েছে।’

উল্লেখ্য, চলতি ঈদে যীশু সেনগুপ্তকে দেখা গেছে বাংলাদেশের ‘বরবাদ’ সিনেমায়। মেহেদী হাসান পরিচালিত সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন শাকিব খান ও ইধিকা পাল।

এইচ.এস/

অভিনেতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন