মঙ্গলবার, ২১শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার, ফিরছেন ক্লাসে *** চীন সফরে যাবেন ডোনাল্ড ট্রাম্প *** তেলাপোকা মারতে গিয়ে পুরো অ্যাপার্টমেন্টেই দিলেন আগুন *** এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়ল ১৫ শতাংশ *** সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টাকে ৬ আন্তর্জাতিক সংগঠনের চিঠি *** জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিয়ো না—এনসিপি নেতাদের গোলাম পরওয়ার *** দীপাবলিতে ভারতীয়দের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশি হাইকমিশনের ভিডিও প্রকাশ *** ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিলের তথ্য প্রকাশ, যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা *** ‘জামায়াত ও আ. লীগ মুদ্রার এপিঠ-ওপিঠ’ *** সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত ও আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

পরকীয়ায় মত্ত গোবিন্দ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা গোবিন্দর ৩৭ বছরের সংসার স্ত্রী সুনীতা আহুজার সঙ্গে। দাম্পত্য জীবনের শুরুর দিকে অবশ্য গোবিন্দ সবার কাছ থেকে স্ত্রীকে লুকিয়ে রেখেছিলেন। তিনি মনে করেছিলেন নায়কের বিয়ের কথা জানতে পারলে ভক্তরা তার সিনেমা দেখবেন না, তারকা খ্যাতিতে ভাটা পড়বে।

তবে গোবিন্দ বছর তিনেক পর তার বিবাহিত জীবনের কথা প্রকাশ্যে আনেন। তারপর দীর্ঘ সময় একে অপরের পাশে সুদিনে-দুর্দিনে থেকেছেন। এত বছরের দাম্পত্য, তবু একসঙ্গে বাস করেন না গোবিন্দ-সুনীতা। তাদের ছাদ আলাদা, সম্প্রতি জানিয়েছেন সুনীতা। দুই সন্তানকে নিয়ে এক ফ্ল্যাটে তিনি থাকেন। ঠিক তার উল্টোদিকে নিজের বাংলোয় একা থাকেন গোবিন্দ।

কিছুদিন আগে এক সাক্ষাৎকারে সুনীতা এসব কথা জানানোর পর থেকেই তাদের সংসার ভাঙনের গুঞ্জনের সূচনা। এবার সে কথাই সত্যি হতে যাচ্ছে। এত বছরের সম্পর্কের ইতি টানতে যাচ্ছেন গোবিন্দ-সুনীতা। দীর্ঘ দিন বলিউডে তারা ‘সুখী দম্পতি’ হিসেবেই পরিচিত ছিলেন।

শোনা যাচ্ছে, এ বয়সে পরকীয়ায় জড়িয়েছেন গোবিন্দ। প্রায় অর্ধেক বয়সী মরাঠি অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের কারণেই নাকি গোবিন্দ-সুনীতার বিয়ে ভাঙছে। যদিও এই বিষয়ে অভিনেতার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

আরও পড়ুন: এক্সেল একাডেমি মঞ্চে আনছে 'দ্য সাউন্ড অফ মিউজিক'

এমন ঘটতে পারে বলে আগেই আশঙ্কা করেছিলেন সুনীতা। এক সাক্ষাৎকারে সুনীতা জানিয়েছিলেন, তিনি এখন আর গোবিন্দকে বিশ্বাস করেন না। তিনি বলেন, ‘আগে আমাদের দাম্পত্যে সুরক্ষিত বোধ করতাম। কিন্তু এখন আর করি না। এখন তার ৬০ বছরের বেশি বয়স। জানি না, কখন কী করবে।’

সুনীতা আরও জানান, আগে কাজের ব্যস্ততায় কোনো রকম পরকীয়ায় জড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল না গোবিন্দের। সব শেষে সুনীতা বলেন, ‘কিন্তু এখন তো বসেই থাকে। তাই ভয় হয়, কিছু করে না বসে!’ গোবিন্দর সংসার ভাঙনের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর তার অনুরাগীদের মন খারাপ হয়েছে। এ গুঞ্জন যেন সত্যি না হয় সেটাই কামনা করছেন।

এসি/ আই.কে.জে/


পরকীয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250