বুধবার, ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে ব্রিটেনও *** একাত্তর নিয়ে বক্তব্য, সমালোচনার মুখে আসিফ নজরুলের দুঃখ প্রকাশ *** জুলাই সনদের খসড়ার সঙ্গে ‘মোটামুটি’ একমত বিএনপি *** বিনা অনুমতিতে নূরুল কবীরকে প্রেস কাউন্সিলের সদস্য করা হয়েছে, প্রত্যাহারের অনুরোধ *** জনসংখ্যা বাড়াতে প্রত্যেক শিশুকে বছরে ৬২ হাজার টাকা করে দেবে চীন *** প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম, নূরুল কবীরসহ ১২ জন *** ইসরায়েলি দুই মন্ত্রীকে নেদারল্যান্ডসে ঢুকতে দেবে না দেশটির সরকার *** ডাকসু নির্বাচন ৯ই সেপ্টেম্বর *** আর কাউকে প্রতীকী মূল্যে জমি দেবে না সরকার: অর্থ উপদেষ্টা

সহজে পেনশন দিতে বিমানবাহিনী আনল ওয়েব পোর্টাল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৫৩ অপরাহ্ন, ২০শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিমানবাহিনী তাদের অবসরপ্রাপ্ত সদস্যদের জন্য আধুনিক প্রযুক্তির এক নতুন দুয়ার খুলে দিয়েছে। আজ মঙ্গলবার (২০ই মে) ঢাকা সেনানিবাসের বিএএফ ঘাঁটি বাশারে অবস্থিত  বিমানবাহিনীর রেকর্ড অফিসে ‘পেনশনার সল্যুশন’ নামের একটি অত্যাধুনিক ওয়েব পোর্টালের উদ্বোধন করা হয়েছে। 

এ পোর্টাল অবসরপ্রাপ্ত বিমানসেনা ও এমওডিসি (এয়ার) সদস্যদের পেনশন-পরবর্তী সেবাগ্রহণকে আরও সহজ ও দ্রুত করবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ যুগান্তকারী ওয়েব পোর্টালটির উদ্বোধন করেন বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি।

বিমানবাহিনীর নিজস্ব জনবলে তৈরি ‘পেনশনার সল্যুশন’ পোর্টালটি বিমানবাহিনীর প্রযুক্তিগত অগ্রগতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এর মূল লক্ষ্য হলো, অবসরপ্রাপ্ত বিমানসেনা ও এমওডিসি (এয়ার) সদস্যদের পেনশন-সম্পর্কিত যাবতীয় তথ্য ও সেবা তাদের হাতের নাগালে পৌঁছে দেওয়া। 

এখন থেকে দেশে বা বিদেশে যে কোনো স্থান থেকে এ ওয়েব পোর্টালে রেজিস্ট্রেশন করে লগইন করার মাধ্যমে অবসরপ্রাপ্ত সদস্যরা সশরীরে উপস্থিত না হয়েও পেনশনসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন এবং প্রয়োজনীয় সেবা নিতে পারবেন।

শুধু লিখিত তথ্য দেওয়াই নয়, এ পোর্টাল লাইভ সেবা দেওয়ার জন্য লিখিত ও ভয়েস মেসেজ গ্রহণ ও প্রদানের উপযোগী করে তৈরি করা হয়েছে। এর ফলে পেনশনসংক্রান্ত জিজ্ঞাসার দ্রুত সমাধান মিলবে।

বিমানবাহিনী কর্তৃপক্ষ জানিয়েছে, এ ওয়েব পোর্টালের যথাযথ ব্যবহার অবসরপ্রাপ্ত সদস্যদের মূল্যবান সময়, শ্রম ও অর্থ সাশ্রয় করবে। পাশাপাশি বিমানবাহিনীর সব সদস্যের পেনশনসহ অন্যান্য কার্যক্রম সম্পাদনে এটি গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করবে।

এইচ.এস/

বিমানবাহিনী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন