সোমবার, ২৮শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টা দেশে ফিরলে কর্মচারীদের দাবি তুলে ধরবেন মন্ত্রিপরিষদ সচিব

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:২৬ অপরাহ্ন, ২৮শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

কর্মচারীদের সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ বাতিলের দাবি মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের কাছে তুলে ধরেছেন দায়িত্বপ্রাপ্ত সচিবেরা। প্রধান উপদেষ্টা দেশে ফিরলে মন্ত্রিপরিষদ সচিব দাবির বিষয়টি তাকে জানাবেন।

আজ বুধবার (২৮শে মে) সকালে মন্ত্রিপরিষদ সচিবের কাছে যান ভূমি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এ এস এম সালেহ আহমেদসহ কয়েকজন সচিব। তারা মন্ত্রিপরিষদ সচিবের কাছে আগের দিন কর্মচারীদের সঙ্গে হওয়া বৈঠকের বিষয়বস্তু তুলে ধরেন।

এরপর ভূমি সচিব সাংবাদিকদের বলেন, মন্ত্রিপরিষদ সচিবের কাছে তারা কর্মচারীদের কথা ও গতকালের আলোচনার বিষয়ে জানিয়েছেন। এখন এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিবের পক্ষে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। তাই প্রধান উপদেষ্টার কাছে বিষয়টি তুলে ধরবেন তিনি।

গতকাল মঙ্গলবার (২৭শে মে) সচিবদের সঙ্গে বৈঠকে আন্দোলনরত কর্মচারীদের নেতারা সরকারি চাকরি অধ্যাদেশ পুরোপুরি বাতিলের দাবি জানান।

চারদিনের রাষ্ট্রীয় সফরে গতকাল দিবাগত রাতে জাপান গেছেন প্রধান উপদেষ্টা। আগামী ৩১শে মে তার দেশে ফেরার কথা রয়েছে।

এইচ.এস/

সরকারি কর্মচারিদের আন্দোলন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন