সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নতুন সংবিধান রচনার ঘোষণা এনসিপির *** জুলাই অভ্যুত্থানে শহীদদের তালিকা থেকে ৮ জনের নাম বাদ *** বাংলাদেশকে ১৫ কোটি ডলার ঋণ দেবে এডিবি *** স্বাস্থ্য খাত সংস্কারের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টাকে কমিশন সভাপতির চিঠি *** বৃষ্টি উপেক্ষা করে সিডনিতে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে লাখো মানুষ *** এনসিপির ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা *** তিন দশকের রাজনীতিতে আমাদের নেতৃত্ব দিয়েছেন দুই শক্তিশালী নারী: মাহফুজ আনাম *** সংস্কার প্রস্তাব নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলবে ঐকমত্য কমিশন *** তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক: তারেক রহমান *** গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

অভিনয়ের দৃশ্য নয়

সমু চৌধুরী গামছা পরিহিত অবস্থায় শুয়ে আছেন গাছতলায়

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৩ অপরাহ্ন, ১২ই জুন ২০২৫

#

সমু চৌধুরী। ছবি: সংগৃহীত

হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ার একটি ছবি বিস্মিত করল সবাইকে। অভিনেতা সমু চৌধুরী গামছা পরিহিত অবস্থায় শুয়ে আছেন একটি গাছতলায়। অনেকে ভেবেছিলেন, কোনো শুটিংয়ের দৃশ্য।

কিন্তু অভিনয় শিল্পীসংঘে সুখবর ডটকম খোঁজ নিয়ে জানতে পারে, এটা কোনো শুটিংয়ের দৃশ্য নয়, মানসিক ভারসাম্য হারিয়ে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার মুখী শাহ মিসকিন মাজারে গামছা পড়ে শুয়ে আছেন সমু চৌধুরী।

স্থানীয় একাধিক সাংবাদিক জানান, আজ বৃহস্পতিবার (১২ই জুন) দুপুর ১২টার দিকে তাকে সেখানকার একটি গাব গাছের নিচে শুয়ে থাকতে দেখা গেছে। মামুন নামের স্থানীয় এক যুবক সমু চৌধুরীর সেই ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন।

অভিনয় শিল্পীসংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বলেন, ‘সমু চৌধুরীর মানসিক অসুস্থতা বেশ পুরোনো। আগেও একাধিক অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। তবে এবার আসলে ঠিক কী হয়েছে, আমরা এখনও নিশ্চিত নই।'

তিনি বলেন, 'সোশ্যাল মিডিয়ায় ছবি দেখে আমরা নিকটস্থ থানায় যোগাযোগ করে তাকে নিরাপত্তা দেওয়ার অনুরোধ জানিয়েছি। সমু চৌধুরীকে এখন থানায় নিয়ে যাওয়া হয়েছে। দ্রুতই তাকে ঢাকায় নিয়ে আসার ব্যবস্থা করা হবে। তখন বিস্তারিত জানা যাবে।’

এ বিষয়ে জানতে চাইলে পাগলা থানার ডিউটি অফিসার এসআই শাহ আলম বলেন, ‘আমরা বিষয়টি জানার পর খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পেয়েছি। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করেছে। পরবর্তীতে আরও বিস্তারিত জানাতে পারব।’

এইচ.এস/

অভিনেতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন