বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘একাত্তরের গণহত্যাও কি ধর্মের লেবাস চড়িয়েই চালানো হয়নি?’ *** নির্বাচন সামনে রেখে সংবাদপত্রের স্বাধীনতার সুরক্ষার অঙ্গীকার চায় সিপিজে *** টি-টোয়েন্টি বিশ্বকাপে ৯০ ক্রিকেটার ‘চরম ঝুঁকিপূর্ণ’ *** ‘তারেক রহমান মনোনীত ৩০০ গডফাদারকে না বলুন, বাংলাদেশ মুক্তি পাবে’ *** সরকারি কর্মচারীদের গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’–এর পক্ষে প্রচার দণ্ডনীয়: ইসি *** যুক্তরাষ্ট্র-ইরানের টানাপোড়েনে মধ্যস্থতা করতে চায় তুরস্ক *** ইরানের রেভল্যুশনারি গার্ডকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে তালিকাভুক্ত করছে ইইউ *** হাজিরা পরোয়ানাকে ‘জামিননামা ভেবে’ হত্যা মামলার ৩ আসামিকে ছেড়ে দিল কারা কর্তৃপক্ষ *** আওয়ামী ভোটব্যাংক: জয়-পরাজয়ের অদৃশ্য সমীকরণ *** ‘সজীব ওয়াজেদ জয়ের যুক্তি অযৌক্তিক নয়’

হিউম্যান রাইটস ওয়াচকে নিষিদ্ধ করল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৩ পূর্বাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৫

#

ফাইল ছবি : রয়টার্স

রাশিয়া গতকাল শুক্রবার(২৮শে নভেম্বর) ‘অবাঞ্ছিত’ সংগঠনের তালিকায় মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচকে যুক্ত করেছে—এর ফলে নিউইয়র্কভিত্তিক এই চাপ–সৃষ্টিকারী সংগঠনটির রুশ ভূখণ্ডে কার্যক্রম কার্যত নিষিদ্ধ হয়ে গেল। এএফপি। 

এই সিদ্ধান্তের কোনো কারণ রাশিয়া জানায়নি। ২০২২ সালে রাশিয়ায় নিজেদের দপ্তর বন্ধ করতে বাধ্য হওয়া হিউম্যান রাইটস ওয়াচও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণ শুরুর পর থেকে ক্রেমলিনের নীতির সমালোচনাকারী কিংবা যুদ্ধে মস্কোর ভূমিকার বিরোধিতা করা বহু সংগঠনকে রাশিয়ার বিচার মন্ত্রণালয় নিষিদ্ধ করেছে।

বিশ্বজুড়ে সামরিক বাহিনী ও সরকারের দ্বারা সংঘটিত নির্যাতন নিয়ে তদন্ত ও প্রতিবেদন প্রকাশ করা হিউম্যান রাইটস ওয়াচ যুদ্ধটির তীব্র সমালোচনা করে আসছে এবং রুশ সেনাবাহিনীর বিরুদ্ধে ‘একটির পর একটি লঙ্ঘন’ চালানোর অভিযোগ তুলেছে—যা মস্কো অস্বীকার করেছে।

রাশিয়ায় ‘অবাঞ্ছিত’ হিসেবে চিহ্নিত অন্যান্য সংগঠনের মধ্যে রয়েছে ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড, গ্রিনপিস, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এবং এলটন জন এইডস ফাউন্ডেশন।

এই তকমা দেওয়ার ফলে রাশিয়ায় ওই সংগঠনগুলোর সঙ্গে কাজ করা বা তাদের অর্থদানকারী যে কেউই ফৌজদারি অপরাধের আওতায় পড়তে পারেন।

জে.এস/

ভ্লাদিমির পুতিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250