বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এই সরকারের এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে: দেবপ্রিয় ভট্টাচার্য *** জাতীয় স্বার্থ রক্ষায় সব পদক্ষেপ নেবে নয়াদিল্লি *** ইসরায়েলের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চান দেশটির ৩১ বিশিষ্ট নাগরিক *** এক সাপুড়ের প্রাণ নেওয়া সাপকে চিবিয়ে খেলেন আরেক সাপুড়ে *** তিন বাহিনীর প্রধান নিয়োগ রাষ্ট্রপতির হাতে রাখার প্রস্তাব *** ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা, যোগদানের আহ্বান ফেসবুকে *** ১৫ই আগস্টের মধ্যে চাকসুর নির্বাচনের তফসিল ঘোষণা *** ‘প্রিয় বন্ধু’ ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের *** আইন ও বিচার বিভাগে পদায়ন বিধিমালা জারি *** এনসিপির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন ছাত্রদলের

গুরুতর ৮ অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড তুলে নিচ্ছে ভিয়েতনাম

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫২ অপরাহ্ন, ২৫শে জুন ২০২৫

#

আট ধরনের অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বাতিল করতে যাচ্ছে ভিয়েতনাম সরকার। ছবি: সংগৃহীত

ভিয়েতনাম গুরুতর আট ধরনের অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে রয়েছে—দুর্নীতি, সরকার উৎখাতের চেষ্টা এবং রাষ্ট্রীয় অবকাঠামো ধ্বংসের মতো অপরাধ। রাষ্ট্র নিয়ন্ত্রিত ভিয়েতনাম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। আজ বুধবার (২৫শে জুন) দেশটির জাতীয় সংসদ সর্বসম্মতভাবে ফৌজদারি আইনের সংশোধনী পাস করেছে, যেখানে আটটি অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ড বাতিল করা হয়েছে।

ভিয়েতনাম নিউজ এজেন্সি জানিয়েছে, আগামী মাস থেকে ঘুষ, দুর্নীতি, ভেজাল ওষুধ উৎপাদন ও বিক্রি, অবৈধভাবে মাদক পরিবহন, গুপ্তচরবৃত্তি, শান্তি বিনষ্ট ও আগ্রাসী যুদ্ধ বাধানোর অপরাধ, রাষ্ট্রীয় অবকাঠামোতে নাশকতা এবং সরকার উৎখাতের চেষ্টার জন্য আর মৃত্যুদণ্ড দেওয়া হবে না। এসব অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি হবে আজীবন কারাদণ্ড।

যেসব আসামি ১লা জুলাইয়ের আগে এসব অপরাধের জন্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়েছেন কিন্তু এখনো দণ্ড কার্যকর হয়নি, তাদের সাজাও কমিয়ে আজীবন কারাদণ্ডে রূপান্তর করা হবে। তবে হত্যা, রাষ্ট্রদ্রোহ, সন্ত্রাসবাদ এবং শিশু যৌন নির্যাতনের মতো ১০ ধরনের অপরাধের ক্ষেত্রে ভিয়েতনামের আইনে এখনো মৃত্যুদণ্ড বহাল থাকবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গত মাসে ভিয়েতনামের পার্লামেন্টের আলোচনায় নতুন সংশোধিত ফৌজদারি আইন নিয়ে ব্যাপক বিতর্ক হয়। বিশেষ করে মাদক পাচারের ক্ষেত্রে মৃত্যুদণ্ড তুলে নেওয়ার বিষয়টি ছিল সবচেয়ে বিতর্কিত। এক এমপি বলেন, ‘অল্প কয়েক গ্রাম হোক বা কয়েক টন হোক, মাদক পরিবহনের ক্ষতি অপরিসীম।’ অন্য একজন বলেন, ‘মাদক পাচারের মতো অপরাধে মৃত্যুদণ্ড তুলে দিলে ভুল বার্তা যাবে, কারণ দেশে মাদক-সম্পর্কিত অপরাধ ক্রমশ বাড়ছে।’

ভিয়েতনাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন