শুক্রবার, ২৪শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনে নিজস্ব সিদ্ধান্তেই সশস্ত্র বাহিনী মোতায়েন করতে পারবে ইসি *** নাম বদলে গণতান্ত্রিক ছাত্রসংসদ হয়ে গেল ‘জাতীয় ছাত্রশক্তি’ *** দেড় বছর পর ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের *** ঢাকা সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী *** আদালত যাদের পলাতক বলবেন তারা নির্বাচন করতে পারবেন না: আসিফ নজরুল *** নির্বাচনে প্রার্থীর দেশি-বিদেশি আয়ের তথ্য প্রকাশ বাধ্যতামূলক *** সাপে কাটা রোগীদের জন্য হাসপাতালে বিশেষায়িত ওয়ার্ড চালু *** জিয়ার সরকারের মন্ত্রীর ছেলে আওয়ামী লীগে, যা বললেন বিশ্লেষক *** সোশ্যাল মিডিয়ায় ঝটিকা মিছিলের ভিডিও, বাস্তবে তেমন কিছু না: ডিএমপি কমিশনার *** সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ইসিকে ৩৬ প্রস্তাব বিএনপির

সম্মান প্রাপ্য, চাইতে হবে কেন? প্রশ্ন অভিজিতের

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৩ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

কিংবদন্তী সংগীতশিল্পী অভিজিৎ ভট্টাচার্য বলিউডে প্রচুর জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন। সম্প্রতি সৃজিত মুখার্জির ‘কিলবিল সোসাইটি’র জন্য একটি গান রেকর্ড করেছেন গায়ক। সম্প্রতি এক সাক্ষাৎকারে সংগীতশিল্পী জানান, ‘সম্মান প্রাপ্য, চাইতে হবে কেন?’

অভিজিৎ ভট্টাচার্য বলেন, ‘আমি আর সৃজিত দু’জনেই চাই ভালো কাজ করতে। এদিকে র‍্যাপকে গান বলতে চান না অভিজিৎ। তার মতে, ‘এটা কখনও মিউজিকের অংশ হতে পারে না।’ তিনি এটাও স্পষ্ট করেন যে, র‍্যাপ নিয়ে বেশি আলোচনা করতেই তিনি চান না। 

আরও পড়ুন: বয়স হয়েছে, কচি খুকি নই: রুনা খান

ম্যায় হুঁ না’ রিলিজের পর সংগীতশিল্পীদের প্রাপ্য সম্মান না দেওয়া নিয়ে সোচ্চার হয়েছিলেন। এখন কি গায়কদের কদর করে বলিউড? অভিজিতের উত্তর, ‘সেটা আমি বলতে পারবো না। আমি কোনোদিন বলিউডের লোক ছিলাম না। আর সম্মান তো প্রাপ্য, চেয়ে নিতে হবে কেন? সেই জন্য আমি আর গাই না।’

নিয়মিত রেওয়াজ করার প্রশ্নে গায়ক বলেন, ‘আমরা তো ওস্তাদ নই। কিন্তু চেষ্টা করি গলার স্বর যাতে মখমলের মতো থাকে। আমি চাই গলায় যেন রোম্যান্টিকতা জড়িয়ে থাকে। তাই গলা খুব সামলে রাখতে হয়। রেওয়াজ করি, যখন আমি ফ্রি থাকি। অনেক সময়ে গাড়িতে তানপুরা নিয়ে রেওয়াজ করে নিই।’

এখন তো গানের মানদণ্ড মিলিয়ন ভিউজে। এই বিষয় নিয়ে সংগীতশিল্পীর ভাষ্য, ‘সোশ্যাল মিডিয়া যাদের জনপ্রিয় করেছে, তারা আউট হয়ে গেছেন। আমরা সমুদ্রে সাঁতরে এই জায়গায় এসেছি। সুইমিং পুলে ডুব দিয়ে উঠিনি। বিষয়টা আমার কাছে এমনই।’

এসি/কেবি


অভিজিত ভট্টাচার্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250