রবিবার, ২৭শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১২ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অবশেষে হেরা ফেরি থ্রিতে ফিরছেন পরেশ রাওয়াল

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৫ অপরাহ্ন, ৩০শে জুন ২০২৫

#

হেরা ফেরি সিনেমার দৃশ্যে পরেশ রাওয়াল ও অক্ষয় কুমার। ছবি: সংগৃহীত

হেরা ফেরি থ্রি নিয়ে কম ঝামেলা হয়নি! প্রায় দুই দশক পর তৈরি হচ্ছে বলিউডের জনপ্রিয় এ কমেডি ফ্রাঞ্চাইজির নতুন পর্ব। ২০১৭ সাল থেকে তৃতীয় পর্ব নির্মাণের তোড়জোড় চলছিল। তবে কখনও অভিনেতা, কখনও পরিচালক বদলের কারণে বারবার বাধার মুখে পড়েছে হেরা ফেরি থ্রি। সর্বশেষ জটিলতা ছিল এ সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্র বাবু ভাইয়াকে নিয়ে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

বাবু ভাইয়া চরিত্রের অভিনেতা পরেশ রাওয়াল শুরু থেকেই হেরা ফেরি থ্রির সঙ্গে ছিলেন। এ বছরের এপ্রিলে হেরা ফেরির তিন কাণ্ডারি অক্ষয় কুমার, সুনীল শেঠি ও পরেশ রাওয়ালকে নিয়ে মহরতও করেন পরিচালক প্রিয়দর্শন। এ বছরের শেষ দিকে হেরা ফেরি থ্রির শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল তাদের। কিন্তু হঠাই ছন্দপতন। গত মে মাসের মাঝামাঝি এ সিনেমা থেকে হঠাৎ সরে দাঁড়ানোর ঘোষণা দেন পরেশ রাওয়াল।

ওই সময় জানা গিয়েছিল, সিনেমার গল্প ও চরিত্র নিয়ে নির্মাতা ও তার মধ্যে মতানৈক্য হয়েছে। তাই হেরা ফেরি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন পরেশ। তার এ সিদ্ধান্ত ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দেয়। বিষয়টিকে কেন্দ্র করে আইনি লড়াইয়ে মুখোমুখি হন অভিনেতা ও প্রযোজক অক্ষয় কুমার এবং পরেশ রাওয়াল।

দীর্ঘ ৩৫ বছরের ক্যারিয়ারে কখনো যা করেনি, সেটাই করতে বাধ্য হন অক্ষয়। পরেশের বিরুদ্ধে ২৫ কোটি রুপির ক্ষতিপূরণ মামলা ঠুকে দেন তিনি। এরপর পরেশ এ সিনেমায় অভিনয়ের জন্য অগ্রীম হিসেবে নেওয়া অর্থও ফেরত দেন। এর সঙ্গে অনিশ্চিত হয়ে পড়ে হেরা ফেরি থ্রির ভবিষ্যত।

অনেক জটিলতা আর জলঘোলার পর অবশেষে হেরা ফেরি থ্রিতে ফিরছেন পরেশ রাওয়াল। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, সব সমস্যার সমাধান হয়ে গেছে। এ সিনেমায় অভিনয় করতে এখন আর কোনো জটিলতা নেই।

বলিউড অভিনেতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন