বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এই সরকারের এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে: দেবপ্রিয় ভট্টাচার্য *** জাতীয় স্বার্থ রক্ষায় সব পদক্ষেপ নেবে নয়াদিল্লি *** ইসরায়েলের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চান দেশটির ৩১ বিশিষ্ট নাগরিক *** এক সাপুড়ের প্রাণ নেওয়া সাপকে চিবিয়ে খেলেন আরেক সাপুড়ে *** তিন বাহিনীর প্রধান নিয়োগ রাষ্ট্রপতির হাতে রাখার প্রস্তাব *** ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা, যোগদানের আহ্বান ফেসবুকে *** ১৫ই আগস্টের মধ্যে চাকসুর নির্বাচনের তফসিল ঘোষণা *** ‘প্রিয় বন্ধু’ ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের *** আইন ও বিচার বিভাগে পদায়ন বিধিমালা জারি *** এনসিপির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন ছাত্রদলের

‘আমি বিবাহিত, ওসব কাজ করার সময় নেই এখন’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১১ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

ফরাসি বংশোদ্ভুত বর্তমানে বলিউডের বেশ পরিচিত মুখ কাল্কি কোয়েচলিন। ফরাসি এই অভিনেত্রী ও লেখক কাজ করেছেন একাধিক হিন্দি সিনেমায়। বিশেষ করে ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবিতে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান তিনি। অভিনেত্রীর রয়েছে অসংখ্য ভক্ত-অনুরাগীও। ক্যারিয়ারের বাইরে কাল্কির ব্যক্তিজীবন নিয়েও আগ্রহের কমতি নেই।

অভিনেত্রী কাল্কির একটা সময় বিয়ের প্রতি তেমন আগ্রহ ছিল না। যদিও বলা যায় সেটি ছিল বয়সের দোষ। কখনও এক জায়গাতে স্থির থাকেননি তিনি। জীবনে এমন একটি সময় ছিল, যখন একের পর এক প্রেমে জড়িয়েছেন কাল্কি। অবশ্য এটি তার নিজের মুখের কথা।

এখন বিয়ে করে সংসার পেতেছেন কাল্কি কোয়েচলিন। ঘরে রয়েছে এক সন্তানও। কাজেই সেই আগের মতো এদিক-সেদিক তাকানোর সময় নেই কাল্কির। শুধু কী তাই? নিজের একমাত্র সঙ্গীকেও সময় দিতে পারেন না কাল্কি।

আরও পড়ুন: শুধু মনে হতো, আমি ভুল করেছি : ঋতাভরী

সম্প্রতি এক সাক্ষাৎকারে খোলাখুলি কথা বলেন কাল্কি। তার কথায়, ‘জীবনের সেই সময়টা খুবই অন্য রকমের ছিল। আমার বয়স কম ছিল। বিয়ে করার কথা ভাবতেই পারতাম না। আগ্রহ ছিল না। সংসার, সন্তান নিয়ে এমন ভাবনা মাথায় আসা সম্ভব নয়।’

কাল্কি বলেন, ‘আমি বিবাহিত ও আমার একটি সন্তান রয়েছে। এখন ওইসব কাজ করার মতো সময় নেই আর। নিজের সঙ্গীর দিকেই তো তাকানোর সময় হয় না।’

অতীতও টানেন কাল্কি। বলেন, ‘তবে অতীতে এমন অনেক কিছুই করেছি। আমার মনে হয়, নীতি এবং নিজের সীমাবদ্ধতা সম্পর্কে এবার সচেতন থাকাটা খুব জরুরি। ’অভিনয় দক্ষতার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন কাল্কি। ফিল্মফেয়ার পুরস্কার, দুটি স্ক্রিন পুরস্কারসহ বহু পুরস্কার রয়েছে তার ঝুলিতে। ফরাসি নাগরিক হওয়া সত্ত্বেও ভারতেই কাটিয়েছেন জীবনের বেশিরভাগ সময়।

এসি/কেবি

বিবাহিত কাল্কি কোয়েচলিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন