শনিবার, ৪ঠা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে সাম্প্রদায়িক কটাক্ষের শিকার ইয়াশ রোহান, পাশে মেহজাবীন, আরশরা *** দেশের পতাকা নিয়ে গাজামুখী ‘মিডিয়া ফ্লোটিলায়’ শহিদুল আলম *** বিদেশি নম্বর থেকে জাজিরা থানার ওসিকে হত্যার হুমকি, থানায় জিডি *** ইহুদি উপাসনালয়ে হামলাকারী জিহাদ সম্পর্কে যা জানা গেল *** অন্যের ওপর দোষ চাপানো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ‘অভ্যাস’: ভারত *** পাকিস্তানের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংসের দাবি ভারতের বিমানবাহিনীর প্রধানের *** মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুমকি দিলেন ভারতের সেনাপ্রধান *** ফ্লোটিলা বহর আটকের তীব্র নিন্দা জানাল বাংলাদেশ *** ভারতের ধনী নারী উদ্যোক্তাদের মধ্যে ৫০১৭০ কোটি নিয়ে শীর্ষে জয়শ্রী, ষষ্ঠ বলিউড নায়িকা *** ২০২৬ বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা আসলে কী

বিকিনিতে রাজি ছিলেন না আমিশা, তারপর...

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪২ পূর্বাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

শুটিংয়ে বিকিনি পরতে রাজিই ছিলেন না আমিশা প্যাটেল! সম্প্রতি রণবীর এলাহাবাদিয়ার পডকাস্টে হাজির হয়ে এ বিষয়ে কথা বলেন অভিনেত্রী। তথ্যসূত্র: ইন্ডিয়াডটকম।

বলিউডে ‘কাহো না...পেয়ার হ্যায়’ দিয়ে আলোচিত হন আমিশা। রোমান্টিক সিনেমাটিতে তার ছিল ‘গুড গার্ল’ ইমেজ। কিন্তু ‘থোড়া পেয়ার থোড়া ম্যাজিক’ ছবির গান ‘লেজি লামহে’ আমিশার ভাবমূর্তিই পাল্টে দেয়। আমিশা জানান, এই গানই তাকে দর্শকদের চোখে আবেদনময়ী অভিনেত্রী হিসেবে পরিচিত করে তোলো।

‘দর্শক যখন কোনো আবেদনময়ী গানের কথা বলে, তখন “লেজি লামহে”র কথাই বলে। এখনো অনেকে বলে, “তোমাকে ওই গানে দারুণ হট লাগছিল।” সেই গানটিই আমার গুড গার্ল ইমেজ ভেঙে দেয়। আসলে আমি নিজেকে কখনো হট ভাবিনি, কিন্তু আদিত্য চোপড়া বলেছিলেন, আমার ভেতর সেই চার্ম ছিল’, বলেন আমিশা।

ছোট্ট একটি চরিত্রে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়া। চরিত্রটি ছিল একেবারেই হালকা ধরনের, সেটিই ছিল আমিশার কাছে প্রথম বড় চ্যালেঞ্জ। 

এরপর এল আরও কঠিন শর্ত—ইমেজ বদলে তাকে আবেদনময়ী রূপে হাজির হতে হবে। আদিত্য চান, গানটিতে তিনি বিকিনি পরবেন। কিন্তু আমিশা সরাসরি জানিয়ে দেন, বিকিনি তিনি পরবেন না। তবে চরিত্র ও পরিচালক যা চান, তিনি সেটা অন্যভাবে ফুটিয়ে তুলবেন।

গানের শুটিং হয়েছিল দীর্ঘ ১১-১২ দিন ধরে। জলের নিচে দৃশ্য ধারণের জন্য আমিশাকে নিতে হয়েছিল বিশেষ প্রশিক্ষণ। শ্বাস বন্ধ রেখে ঠোঁট মেলাতে হয়েছে গানের কথার সঙ্গে, যাতে কোনো বুদ্‌বুদ দেখা না যায়। শীতকালে শুটিং হওয়ায় আমিশা ও সাইফ আলী খান দুজনেই অসুস্থ হয়ে পড়েছিলেন। তবু সাইফ মজা করে বলতেন, ‘পানির নিচের শটগুলো দেখলেই মনে হয়, পানির নিচে কীভাবে এত আবেদনময়ী লাগছে।’

আমিশা নিজেও উপলব্ধি করেননি পুরুষ দর্শকের ওপর তার উপস্থিতি কতটা প্রভাব ফেলছে, যতক্ষণ না সাইফ ও পরিচালক কুনাল কোহলি তাকে সেটা বোঝান।

জে.এস/

বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250