মঙ্গলবার, ২১শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আন্দোলনরত শিক্ষকরা নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন, আশা প্রধান উপদেষ্টার *** ২৯ বছর পর সালমান শাহের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের *** সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে বিএনপি *** তরুণ-তরুণীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ দেবে সরকার *** শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার, ফিরছেন ক্লাসে *** চীন সফরে যাবেন ডোনাল্ড ট্রাম্প *** তেলাপোকা মারতে গিয়ে পুরো অ্যাপার্টমেন্টেই দিলেন আগুন *** এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়ল ১৫ শতাংশ *** সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টাকে ৬ আন্তর্জাতিক সংগঠনের চিঠি *** জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিয়ো না—এনসিপি নেতাদের গোলাম পরওয়ার

অস্ট্রেলিয়ার মাটিতে রেকর্ড গড়ে জিতলো ভারত

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৬ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

বোর্ডার-গাভাস্কার সিরিজের সর্বশেষ চারটিতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতেছে ভারত। এর মধ্যে দুটিই ছিল অজিদের মাটিতে। কিন্তু টেস্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এবারের মতো এমন বিপর্যয় গত ১৩৬ বছরের ইতিহাসে দেখা যায়নি। পার্থ টেস্টের দুই ইনিংসেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে প্যাট কামিন্সের দলটি। ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার টপ অর্ডারদের এমন ব্যর্থতা দেখা গিয়েছিল সর্বশেষ ১৮৮৮ সালে।

পার্থে চলমান সিরিজের প্রথম টেস্টে প্রথমে ব্যাটিংয়ে নামে ভারত। জশ হ্যাজলউড-কামিন্সদের বোলিং তোপে প্রথম ইনিংসে ১৫০ রান তুলতেই তারা গুটিয়ে যায়। এরপর অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে নেমে আরও বড় বিপর্যয়ে পড়ে। ৩১ রানেই টপ অর্ডারের চার ব্যাটার বিদায় নেন একে একে। অলআউট হওয়ার আগে পুরো দল মিলে তোলে মাত্র ১০৪ রান। অজি ব্যাটিংয়ে এমন দৈন্যদশায় ৪৬ রানের লিড পেয়ে যায় ভারত।

দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার টপ অর্ডারে আর করুণ চিত্র। এবার তারা টপ অর্ডারের ৪ উইকেট হারায় মাত্র ১৭ রানে। অথচ ভারতের দেওয়া ৫৩৪ রানের লক্ষ্য তাড়ায় বড় ইনিংস ও জুটি গড়ার দায়িত্ব ছিল এসব ব্যাটারের। দুই ইনিংসেই চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়েছেন নাথান ম্যাকসুইনি, উসমান খাজা, মার্নাস লাবুশেন ও স্টিভ স্মিথরা। দুই ইনিংস মিলিয়ে অস্ট্রেলিয়া টপ অর্ডারদের কল্যাণে মাত্র ৪৮ রান পেয়েছে। শুরুতেই এমন শোচনীয় দশা বাড়তি চাপে ফেলেছে মিডল ও টেল-এন্ডারদের। যা তারা উৎরে যেতে পারেননি। ফলে ম্যাচটিতে অজিদের হার ছিল কেবলই সময়ের ব্যাপার। 

আরো পড়ুন : দাপুটে জয়ে বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমাল রিয়াল মাদ্রিদ

অজিদের দ্বিতীয় ইনিংসে বিপর্যয়ের পরিমাণ কমাতে তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন অজি অধিনায়ক কামিন্স। কিন্তু তিনি নিজেও আউট হয়ে যান মাত্র ২ রানে। সবমিলিয়ে এত কম রানে দুই ইনিংসেই টপ অর্ডারদের উইকেটের পতন আধুনিক ক্রিকেট ইতিহাসে দেখেনি অস্ট্রেলিয়া। এর আগে সর্বশেষ ১৮৮৮ সালে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে অজিদের প্রথম চার ব্যাটার মিলে দুই ইনিংসে ৩৮ রান করেন। একই বছর টেস্টে লর্ডস এবং সিডনিতে সমান ৪০ রান করে তোলেন অস্ট্রেলিয়ার প্রথম চার ব্যাটার।

বোর্ডার-গাভাস্কার সিরিজের সর্বশেষ চারটিতে হারা অস্ট্রেলিয়া এবারও শুরুটা বিপর্যয় দিয়ে করলো। দ্বিতীয় ইনিংসে ট্রাভিস হেড ৮৯ এবং মিচেল মার্শ ৪৭ রান না করলে হয়তো আরও আগেই হার দেখতো স্বাগতিকরা। তাদের ২৩৮ রানে অলআউট করে ২৯৫ রানের বড় ব্যবধানে জিতেছে ভারত। তাদের পক্ষে প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া জাসপ্রিত বুমরাহ দ্বিতীয় ইনিংসে নেন ৩টি।

ম্যাচটি বুমরাহ’র জন্যও স্মরণীয়, রোহিত শর্মার অনুপস্থিতিতে পার্থে তিনি অধিনায়কত্ব দিতে নেমেই সাফল্য পেলেন। এর আগে অবশ্য ২০২২ সালে একটি টেস্টে একইভাবে অধিনায়কত্ব পান এই পেসার। তবে অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে নিজের অভিষেক টেস্টে হেরে যায় ভারত। নেতৃত্বের দ্বিতীয় ম্যাচে বুমরাহ সেই ক্ষতে প্রলেপ দিলেন!

এস/কেবি

বিশ্বচ্যাম্পিয়ন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250