সোমবার, ২৮শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঐকমত্য কমিশনের বৈঠকের মাঝে ফায়ার অ্যালার্ম, তদন্তে ৫ সদস্যর কমিটি *** ঐকমত্য কমিশনের বৈঠকের মাঝে ফায়ার অ্যালার্ম, তদন্তে ৫ সদস্যর কমিটি *** ৩রা আগস্ট খুলছে মাইলস্টোনের দিয়াবাড়ি ক্যাম্পাস *** মাঝ আকাশ থেকে ফেরত এলো বিমানের ঢাকা-দাম্মাম ফ্লাইট *** শেখ হাসিনা তো বাংলাদেশের মানুষ, তাকে পুশ-ইন করা হচ্ছে না কেন: রিজভী *** দুই বছরের মধ্যে বাস্তবায়নের প্রতিশ্রুতি নেওয়া হবে দলগুলোর *** আগস্ট থেকেই শুরু পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ: স্বরাষ্ট্র উপদেষ্টা *** ২০ বছর পর নিজের নাম লিখলেন পক্ষাঘাতগ্রস্ত নারী, সম্ভব করল মাথায় বসানো চিপ *** প্রথমবারের মতো এক বছরেই ৪০৯ কোটি ডলার বিদেশি ঋণ শোধ *** স্বৈরাচার রুখতেই সংলাপে অংশ নিচ্ছি: সালাহউদ্দিন আহমদ

প্রেমিকার আপত্তিকর ভিডিও : আসামিকে পুলিশে দিলেন হাইকোর্ট

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৮ অপরাহ্ন, ৯ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় এক আসামিকে পুলিশে সোপর্দ করেছেন হাইকোর্ট। উচ্চ আদালতে আগাম জামিন নিতে এলে ব্রাক্ষ্মণবাড়িয়ার আখাউড়ার মনিয়ন্দ গ্রামের বাসিন্দা পলাশ মিয়াকে পুলিশে সোপর্দ করা হয়।

বৃহস্পতিবার (৯ই মে) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ আসামির জামিন না মঞ্জুর করে এই আদেশ দেন।

এদিকে আসামির জামিনের জন্য আইনজীবী বার বার আবেদন করলে হাইকোর্ট বলেন, একটি মেয়ের সঙ্গে একটি ছেলে প্রেমের সম্পর্ক থাকতেই পারে। কিন্তু সেই সম্পর্কের সরলতার সুযোগে গোপনে আপত্তিকর ছবি তোলা ও ভিডিও ধারণ করা এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া গুরুতর ও জঘন্য অপরাধ। এই ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই। 

আদালত বলেন, আমরা ইদানিং প্রায়শই লক্ষ্য করছি এই ধরনের ঘটনায় মামলা হচ্ছে। এসব মামলায় অভিযুক্তরা জামিনের জন্য আদালতে আসছেন। এই ধরনের অভিযুক্তদের জামিন বিবেচনার ক্ষেত্রে আদালতের নমনীয় মনোভাব দেখানোর কোনো সুযোগ নাই। এসব অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। এরপরই সুপ্রিম কোর্টের আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীর সদস্যদের ডেকে তাদের হাতে পলাশ মিয়াকে তুলে দেন হাইকোর্ট।

আরো পড়ুন: কারাগারে মিল্টন সমাদ্দার 

ভিকটিমের মা বাদী হয়ে গত বছরের ২০শে নভেম্বর আখাউড়া থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ৮(১)(২)(৩)(৭) ধারায় মামলা করেন। মামলায় অভিযোগ করা হয় যে, মোবাইলের মাধ্যমে অজ্ঞাতসারে পর্নো ছবি ধারণ, সংরক্ষণ, সরবরাহ করে একাধিক নামে ফেসবুক আইডি দ্বারা পর্নো ছবি প্রচার, প্রকাশ করে সামাজিক মর্যাদাহানি, মানসিক নির্যাতন ও সহায়তা করার অপরাধ সংঘটন করা হয়েছে। 

গত বছরের ২০শে সেপ্টেম্বর থেকে ৪ঠা নভেম্বরের মধ্যে এসব অপরাধ সংঘটন করেছেন আসামি পলাশ মিয়া।

মামলার এজাহারে বলা হয়েছে, অসৎ উদ্দেশ্যে ভিকটিমের সরলতার সুযোগে মোবাইল ফোনের মাধ্যমে পর্নোছবি তুলে আসামি। পরবর্তীকালে এসব ছবি হাতিয়ার হিসেবে ব্যবহার করে নানা কুপ্রস্তাব দিতে থাকে। এসব প্রস্তাব দেওয়ার পর ভিকটিম আসামির সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। এরপর ভিকটিমের বিয়ে হলে একদিন আসামি ক্ষিপ্ত হয়ে ভিকটিমের স্বামীকে এসব ধারণকৃত ছবি ও ভিডিও প্রদর্শন করে। পরবর্তীকালে আত্মীয়-স্বজনের কাছেও এসব ছবি ও ভিডিও পাঠায় আসামি।

এইচআ/ 

হাইকোর্ট আপত্তিকর ছবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন