সোমবার, ১৪ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ক্যামেরুনে টানা ৪২ বছর ক্ষমতায়, ৯২ বছর বয়সে আবারও প্রেসিডেন্ট প্রার্থী *** ভারতসহ ৫ দেশে আম উপহার পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা *** লিটনের ইনিংসটাই বাংলাদেশকে ম্যাচ জিতিয়েছে *** উচ্চকক্ষ ‘সিনেটে’ ৭৬ আসনের প্রস্তাব, সদস্য নির্বাচন জনগণের ভোটে *** জাতিসংঘের শান্তি মিশনে যাচ্ছেন পুলিশের ১৮০ সদস্য *** গণধর্ষণের শিকার পেলিকোকে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা দিল ফ্রান্স *** খোঁড়া হচ্ছে গণকবর, ৭৯৬ শিশুর মৃত্যুর কারণ উদ্‌ঘাটনের আশায় পুরো আইরিশ জাতি *** ১০০ গজ দূরেই ক্যাম্প, তবু সোহাগকে বাঁচাতে কেন এল না কেউ—যা বললেন আনসারপ্রধান *** গণভবনকে বাস্তিল দুর্গের সঙ্গে 'তুলনা' করলেন ফরাসি রাষ্ট্রদূত *** শ্রীলঙ্কাকে উড়িয়ে সমতায় ফিরল বাংলাদেশ

প্রেমিকের সঙ্গে একাধিকবার পালিয়ে যাওয়া স্ত্রীকে তালাকের পর দুধ দিয়ে স্বামীর গোসল

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০৯ পূর্বাহ্ন, ১৪ই জুলাই ২০২৫

#

দুধ দিয়ে গোসলরত মানিক আলী। ছবি: এনডিটিভি

বিচ্ছেদ যন্ত্রণার অনুভূতি দেয়; কখনোবা এটি মানুষকে সুখী করে। দু'জন মানুষ একই ছাদের নিচে দীর্ঘদিন থাকার পর একপর্যায়ে যখন পরস্পর থেকে দূরে যাওয়ার সিদ্ধান্ত নেন, তখন কষ্ট লাগাটাই স্বাভাবিক। অবশ্য বিপরীতটা যে ঘটে না, তা নয়। বিচ্ছেদকে মুক্তি বা স্বাধীনতা হিসেবে দেখেন—এমন মানুষের সংখ্যা দুনিয়ায় নেহাতই কম নয়। এই স্বাধীনতা একেকজন একেকভাবে উদ্‌যাপন করেন।

সম্প্রতি ভারতের আসামের মানিক আলী সম্পূর্ণ ভিন্নভাবে বিবাহবিচ্ছেদ উদ্‌যাপন করে নেটিজেনদের তাক লাগিয়ে দিয়েছেন। যেদিন তার আইনজীবী তাকে স্ত্রীর সঙ্গে ডিভোর্স চূড়ান্ত হওয়ার খবর দেন, আনন্দে সেদিন তিনি দুধ দিয়ে গোসল করে স্বাধীনতা উদ্‌যাপন করেন! শুধু তা-ই নয়, এই গোসল করার দৃশ্য ধারণ করে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন তিনি, যা ভাইরাল হতে বেশি সময় নেয়নি। খবর এনডিটিভির।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আসামের নলবাড়ী জেলার বাসিন্দা মানিক। স্ত্রীর সঙ্গে ঠিক বনিবনা হচ্ছিল না তার। মানিক ও তার প্রতিবেশীদের অভিযোগ, তার স্ত্রী একাধিকবার প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। একপর্যায়ে তারা দু'জনই দাম্পত্য সম্পর্কে ইতি টানার সিদ্ধান্ত নেন।

মানিকের ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নিজের বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছেন তিনি। পাশেই পলিথিনের ওপর রাখা চার বালতি দুধ। একেকটি বালতি তুলে দুধ গায়ে ঢালছেন তিনি। এ সময় তাকে বলতে শোনা যায়, ‘আজ আমি স্বাধীন। সে (তার স্ত্রী) বারবার তার প্রেমিকের সঙ্গে পালিয়ে যাচ্ছিল। পরিবারের শান্তির জন্য আমি এতদিন চুপ ছিলাম। আমার আইনজীবী শনিবার (১২ই জুলাই) আমাকে জানিয়েছেন, বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়েছে। এই স্বাধীনতাকে উদ্‌যাপন করতে আমি দুধ দিয়ে গোসল করছি।’

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, মানিকের স্ত্রী কমপক্ষে দুইবার তাকে ফেলে প্রেমিকের কাছে চলে যান। এরপর এই দম্পতি বিচ্ছিন্ন হওয়ার সিদ্ধান্ত নেন।

জে.এস/

ভারত বিবাহবিচ্ছেদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন