বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকারে থাকা ‘দলীয় উপদেষ্টা’ আসলে কারা *** জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোটের দাবি জামায়াতের *** পুলিশের বলা ‘ত্রিভুজ প্রেমের গল্প’ নিয়ে প্রশ্ন জোবায়েদের শিক্ষকের *** দেশের সব ভূমি অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ *** ‘উপদেষ্টা পরিষদে শুদ্ধি অভিযান জরুরি’ *** বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই জুলাই সনদে স্বাক্ষর: নাহিদ *** শুক্র ও শনিবার বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম পুরোদমে চলবে *** সেন্ট মার্টিন নিয়ে ১২ নির্দেশনা সরকারের, প্রজ্ঞাপন জারি *** সেন্ট মার্টিনে পর্যটকদের রাতযাপন নিয়ে মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা *** ‘অবৈধ কর্মকাণ্ডে জড়িত উপদেষ্টাদের জেলে যেতে হতে পারে’

বাংলাদেশের সিনেমা নিয়ে কাজ করবেন কিরণ রাও

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:১০ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৫

#

কিরণ রাওয়ের সঙ্গে আরিফুর রহমান। ছবি: নির্মাতা আরিফের সৌজন্যে

১ থেকে ৫ই সেপ্টেম্বর ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে ‘ডক প্রোডিউসিং সাউথ’ শীর্ষক আয়োজন। স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে অনুষ্ঠিত এই আয়োজনে তথ্যচিত্র নির্মাণের বাজেট, ডিস্ট্রিবিউশন পরিকল্পনা, চিত্রনাট্য রচনাসহ নানা বিষয়ে আলোচনা করেন বিভিন্ন দেশের নির্মাতা ও প্রযোজকেরা।

ভারত, নেপাল, ভুটান, ফ্রান্স, আমেরিকাসহ  ইউরোপের বিভিন্ন দেশের নির্মাতা ও প্রযোজকেরা অংশ নেন ডক প্রোডিউসিং সাউথ প্রজেক্টের এই অনুষ্ঠানে। বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করেন গুপী বাঘা প্রোডাকশনসের নির্মাতা-প্রযোজক আরিফুর রহমান আরিফ।

নির্মাতা আরিফুর রহমান জানান, এই ল্যাব দক্ষিণ এশিয়ার স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে কাজ করবে। যেখানে বিভিন্ন ডকুমেন্টারি সিনেমার প্রকল্প প্রস্তাবনা, বাজেট, সিনেমার ডিস্ট্রিবিউশন কৌশলসহ নানা বিষয়ের উন্নয়নে প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা হবে।

আরিফুর রহমান বলেন, ‘এটি সাউথ এশিয়ান প্রোডিউসিং ল্যাব প্রজেক্ট। বিভিন্ন দেশের নির্মাতা ও প্রযোজকেরা অংশ নিয়েছেন এই ল্যাব প্রজেক্টে। বাংলাদেশ থেকে আমি আমন্ত্রণ পাই। এখানে দক্ষিণ এশিয়ার সিনেমা নিয়ে বিভিন্ন দেশের নির্মাতাদের সঙ্গে কথা হয়েছে। নানা ধরনের ভাবনা আদান-প্রদানের সুযোগ হয়েছে। এই প্রজেক্ট ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর স্বাধীন নির্মাতাদের সামনে এগিয়ে যাওয়ার পথ সুগম করবে।’

ডক প্রোডিউসিং সাউথ ল্যাব প্রজেক্টের এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বলিউডের ‘ধোবি ঘাট’ ও ‘লাপাতা লেডিস’খ্যাত নির্মাতা ও প্রযোজক কিরণ রাও। কিরণের সঙ্গে নানা বিষয়ে কথা হয়েছে আরিফুর রহমানের। কিরণ বাংলাদেশের সিনেমা নিয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, সুযোগ পেলে তিনি বাংলাদেশে আসবেন এবং এই দেশের স্বাধীন চলচ্চিত্রের বিকাশে কাজ করবেন।

আরিফ বলেন, ‘স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের সিনেমাগুলো দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ডিস্ট্রিবিউশন করতে সাহায্য করবেন বলে জানিয়েছেন কিরণ রাও। তার সঙ্গে আরও বেশ কিছু যৌথ প্রজেক্ট নিয়ে কথা হয়েছে। সেগুলো এখন জানাতে চাই না। চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে চাই। তিনি বাংলাদেশে আসার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। আশা করছি, বাংলাদেশের সিনেমার জন্য ভালো কিছু হবে।’

জে.এস/

চলচ্চিত্র প্রযোজক কিরণ রাও আরিফুর রহমান আরিফ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250