বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নাক দিয়ে টাইপ করে গড়লেন নতুন রেকর্ড!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৫ অপরাহ্ন, ১লা জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

সাধারণত সবাই হাত দিয়েই কিবোর্ডে টাইপ করে। হাত না থাকলে, কেউ কেউ অদম্য শক্তিতে পা দিয়েও টাইপ করেন। কিন্তু নাক দিয়ে! সেটাও কি সম্ভব? হ্যাঁ। শুধু নাক দিয়ে তিনি টাইপই করেননি, গড়েছেন নতুন রেকর্ডও।

এই ব্যক্তির নাম বিনোদ কুমার চৌধুরী। তিনি নাক দিয়ে কিবোর্ডে ইংরেজি বর্ণমালা ২৫ দশমিক ৬৬ সেকেন্ডে টাইপ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠিয়েছেন। ৪৪ বছর বয়সী এই ভারতীয় এর আগে প্রথমবার এ কাজে ২৭ দশমিক ৮ সেকেন্ড সময় নিয়েছিলেন। এর পরেরবার তিনি নাক দিয়ে ২৬টি বর্ণ টাইপ করেন ২৬ দশমিক ৭৩ সেকেন্ডে। এবার তিনি আগের সব রেকর্ড ভেঙেছেন।

আরো পড়ুন : এখনও নষ্ট হয়নি ১৯৯৫ সালে কেনা বার্গার!

রেকর্ডসের নিয়ম হচ্ছে, ইংরেজি বর্ণমালার ২৬টি বর্ণ একটি স্ট্যান্ডার্ড কোয়ার্টি কিবোর্ডে প্রতিটি বর্ণের মাঝখানে একটি স্পেস দিয়ে টাইপ করতে হবে।

বর্তমানে এক হাত দিয়ে এবং পেছনে হাত দিয়ে দ্রুততম সময়ে টাইপ করার রেকর্ডও বিনোদ চৌধুরীর দখলে রয়েছে।

সর্বশেষ রেকর্ড অর্জনের পর বিনোদ বলেন, আমার পেশা টাইপ করা, সেজন্য আমি এটিতে রেকর্ড করার কথা ভেবেছিলাম। যাতে আমার আবেগ ও জীবিকা উভয়ই থাকে।

সূত্র: ইউপিআই

এস/   আই.কে.জে

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড টাইপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250