শুক্রবার, ২৪শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনে নিজস্ব সিদ্ধান্তেই সশস্ত্র বাহিনী মোতায়েন করতে পারবে ইসি *** নাম বদলে গণতান্ত্রিক ছাত্রসংসদ হয়ে গেল ‘জাতীয় ছাত্রশক্তি’ *** দেড় বছর পর ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের *** ঢাকা সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী *** আদালত যাদের পলাতক বলবেন তারা নির্বাচন করতে পারবেন না: আসিফ নজরুল *** নির্বাচনে প্রার্থীর দেশি-বিদেশি আয়ের তথ্য প্রকাশ বাধ্যতামূলক *** সাপে কাটা রোগীদের জন্য হাসপাতালে বিশেষায়িত ওয়ার্ড চালু *** জিয়ার সরকারের মন্ত্রীর ছেলে আওয়ামী লীগে, যা বললেন বিশ্লেষক *** সোশ্যাল মিডিয়ায় ঝটিকা মিছিলের ভিডিও, বাস্তবে তেমন কিছু না: ডিএমপি কমিশনার *** সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ইসিকে ৩৬ প্রস্তাব বিএনপির

লন্ডনে ইলিয়াস কাঞ্চনকে যেমন দেখলেন রোজিনা

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:২৯ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’-এর প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত। গেল মাসের শেষ দিকে অভিনেতার ছেলে মিরাজ মইন জয় খবরটি প্রকাশ করেন। এরপর থেকেই ঢাকাই সিনেমার এই তারকা অভিনেতাকে নিয়ে উদ্বিগ্ন শিল্পী থেকে সাধারণ ভক্ত।

সেপ্টেম্বরে ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার খবর প্রকাশ্যে এলেও সহ-অভিনেত্রী নায়িকা রোজিনা খবরটি আগে থেকেই জানতেন। জুলাই মাসে প্রথম তিনি জানতে পারেন কাঞ্চনের ব্রেন টিউমার হওয়ার খবর!

সেই অভিজ্ঞতার কথা সম্প্রতি গণমাধ্যমকে জানিয়েছেন তিনি। রোজিনা বলেন, 'আমি জুলাইতেই জেনেছিলাম কাঞ্চনের মাথায় টিউমার ধরা পড়েছে। তখন আমি লন্ডনে ছিলাম, কিন্তু দেখা হয়নি। কানাডায় চলে যেতে হয়েছিল, সেখান থেকেই নিয়মিত যোগাযোগ রেখেছি তার পরিবারের সঙ্গে, খোঁজ নিয়েছি তার চিকিৎসার অগ্রগতির।'

সেপ্টেম্বরের মাঝামাঝিতে রোজিনা কাঞ্চনের সঙ্গে লন্ডনে দেখা করেছেন জানিয়ে তিনি বলেন, 'সেপ্টেম্বরে আমি কানাডা থেকে লন্ডনে এসে কাঞ্চনের মেয়ের বাসায় গিয়েছিলাম। তখনই তার সঙ্গে দেখা হয়, গল্প করি, ছবি তুলি। অসুস্থ হলেও মানসিকভাবে ভীষণ দৃঢ় মনে হয়েছে তাকে।'

তিনি বলেন, 'অসুস্থতার ধকলে কিছুটা বিধ্বস্ত দেখালেও কাঞ্চন দাঁড়িয়ে নামাজ পড়ছে নিয়মিত। ধীরে ধীরে নানা বিষয়ে আমার সঙ্গে কথা বলেছে। ব্রেনে যেহেতু সমস্যা, মাঝে মাঝে কিছু কথা ভুলে যায়, তবে আমি তাকে ভালোই দেখেছি।'

সহ-অভিনেতা হিসেবে ইলিয়াস কাঞ্চনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রোজিনা বলেন, 'কাঞ্চনের সঙ্গে আমি অনেক ছবি করেছি। আমরা প্রায় সমসাময়িক। কাজের প্রতি তার নিষ্ঠা, ভালোবাসা ও অধ্যবসায়ের ফলেই আজও সে দর্শকের হৃদয়ে জায়গা করে আছে। মানুষ হিসেবে কাঞ্চন অসাধারণ— শান্ত, ভদ্র এবং গভীরভাবে মানবিক একজন মানুষ।'

তিনি আরও বলেন, 'চলচ্চিত্র অঙ্গনের অনেকে নানা কারণে সমালোচনার মুখে পড়লেও কাঞ্চন সবসময়ই ছিলেন সৎ ও ইতিবাচক ভাবনার মানুষ। হজে গেছেন, সমাজে নিরাপদ সড়ক চাই-এর মতো আন্দোলন গড়ে তুলেছেন—এসবই তার মানবিক সত্তার পরিচয়।

প্রসঙ্গত, ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে অনকোলজিস্ট ড. ভিনায়ার তত্ত্বাবধানে চিকিৎসাধীন। গত আগস্টে তার মাথায় অস্ত্রোপচার হয় এবং বর্তমানে তিনি টার্গেট থেরাপি নিচ্ছেন।

এরই মধ্যে অভিনেতার মৃত্যুর গুজবও অন্তর্জালে ছড়িয়ে যায়। অভিনেতার ছেলে মিরাজুল মইন জয় দেশবাসীর উদ্দেশে বলেন, 'বাবা চিকিৎসাধীন আছেন, নিয়মিত চিকিৎসা চলছে। দয়া করে কেউ কোনো গুজবে কান দেবেন না, বরং তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করুন।'

ইলিয়াস কাঞ্চন রোজিনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250