সোমবার, ২৮শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ইতিহাসে লেখা থাকবে গাজাবাসীর প্রতি তুরস্কের ভালোবাসা: এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩২ অপরাহ্ন, ৪ঠা জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজাবাসীর প্রতি তুরস্কের ন্যায়সঙ্গত অবস্থান এবং ভালোবাসা ইতিহাসে লেখা থাকবে, যেমনটি সিরিয়ার ক্ষেত্রে হয়েছে। 

শুক্রবার (৩রা জানুয়ারি) তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান ইস্তাম্বুলে এক সমাবেশে এ মন্তব্য করেন। খবর তুর্কি গণমাধ্যম ইয়েনি সাফাকের।

ইস্তাম্বুলে তিনি তুর্কি রপ্তানিকারকদের সমাবেশে বলেন, সিরিয়ার মতোই গাজা নিয়ে তার দেশের ন্যায়পরায়ণ অবস্থান ইতিহাসে লেখা থাকবে। সিরিয়ার ক্ষেত্রে আমরা সঠিক প্রমাণিত হয়েছি, ইতিহাস গাজা সংকটেও আমাদের ন্যায়সঙ্গত অবস্থানকে স্বীকৃতি দেবে।

ইসরায়েলের সঙ্গে তার দেশের বাণিজ্যিক সম্পর্ক শতভাগ ছিন্ন করার কথা উল্লেখে এরদোগান বলেন, তুরস্ক একমাত্র দেশ, যে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য পুরোপুরি বন্ধ করেছে। 

উল্লেখ্য, গত ৭ই অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ ও গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে গাজার প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। মূলত ইসরায়েলি হামলা গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। 

ওআ/কেবি

এরদোগান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন