প্রতীকী ছবি (সংগৃহীত)
টেলিগ্রামে যুক্ত হয়েছে নতুন ৩ ফিচার। যা এই অ্যাপটির ব্যবহারকে আরও সহজ ও নিরাপদ করেছে। ফিচারগুলো সম্পর্কে আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক-
ভয়েস-টু-টেক্সট ট্রান্সক্রিপশন
এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের অডিও রেকর্ডিংগুলোকে স্বয়ংক্রিয়ভাবে টেক্সটে রূপান্তর করতে পারবেন। আগে এটি শুধু প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য সীমিত ছিল, তবে এখন সব ব্যবহারকারীই এই সুবিধা উপভোগ করতে পারবেন। তবে ফ্রি ব্যবহারকারীরা প্রতি সপ্তাহে দুটি ট্রান্সক্রিপশন করতে পারবেন।
আরো পড়ুন : মহাকাশে ফেরেশতাদের জিকির রেকর্ড করলো নাসা!
সিমিলার চ্যানেলস
এই ফিচারের মাধ্যমে টেলিগ্রাম ব্যবহারকারীরা তাদের পছন্দের ভিত্তিতে প্রাসঙ্গিক পাবলিক চ্যানেলের সুপারিশ পাবেন।
স্টোরি মেট্রিক্স ও রিপোস্ট
নতুন আপডেটে স্টোরি মেট্রিক্সের পারফরম্যান্স অ্যানালিটিকস ভিউ অন্তর্ভুক্ত করা হয়েছে, যা ব্যবহারকারীদের তাদের শেয়ার করা স্টোরিগুলোর ভিউ সংখ্যা ও পারফরম্যান্স সম্পর্কে ধারণা দেবে। এছাড়া, অন্য ব্যবহারকারীদের স্টোরি পুনরায় পোস্ট করার সুবিধাও যুক্ত করা হয়েছে, যেখানে টেক্সট, অডিও বা ভিডিও বার্তা যোগ করা সম্ভব।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
এস/ আই.কে.জে